Gangarampur: গভীর রাতে চুপিসারে মৃত্যু ঢুকল গ্রামে, কপালে হাত এলাকার লোকজনের

Gangarampur: গঙ্গারামপুর ব্লকের চালুন গ্রামপঞ্চায়েতের আশ্রম বাজার অশোগ্রাম রাস্তার পার্বতীপুর এলাকায় কাশিয়াখাঁড়ির উপর সম্প্রতি একটি ব্রিজ তৈরি হচ্ছে। নির্মীয়মাণ ব্রিজের পাশে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের জন্য বিকল্প একটি কালভার্ট ও কালভার্টের উপর একটি রাস্তায় তৈরি করা হয়েছিল।

Gangarampur: গভীর রাতে চুপিসারে মৃত্যু ঢুকল গ্রামে, কপালে হাত এলাকার লোকজনের
এভাবেই ভেসেছে গ্রাম।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2024 | 5:46 PM

দক্ষিণ দিনাজপুর: খাঁড়ির উপর কালভার্ট ছিল। জলের প্রবল তোড়ে সেই কালভার্ট ভেঙে ভেসে গেল শনিবার রাতে। ভাঙল মাটির রাস্তাও। আর এই কালভার্ট, রাস্তা ভেসে যাওয়ায় বিপাকে এলাকার বাসিন্দারা। এপার ওপার করতে পারছেন না একাধিক গ্রামের মানুষ। এদিকে পঞ্চায়েতের দাবি, জল না নামলে এখনই কিছু করাও সম্ভব নয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের পার্বতীপুর এলাকার ঘটনা।

গঙ্গারামপুর ব্লকের চালুন গ্রামপঞ্চায়েতের আশ্রম বাজার অশোগ্রাম রাস্তার পার্বতীপুর এলাকায় কাশিয়াখাঁড়ির উপর সম্প্রতি একটি ব্রিজ তৈরি হচ্ছে। নির্মীয়মাণ ব্রিজের পাশে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের জন্য বিকল্প একটি কালভার্ট ও কালভার্টের উপর একটি রাস্তায় তৈরি করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা প্রণব কিসপাট্টার কথায়, “রাতে জলের চাপ বেশি হয়ে গিয়েছিল। খুবই বৃষ্টি হয়েছিল। তাতেই এই অবস্থা। মাসখানেক আগে করা হয়েছিল এই কালভার্ট। তার মধ্যেই ভেঙে গেল। যাতায়াত বন্ধ এখন। এপার ওপার করতে পারছি না।”

এদিক জলের তোড়ে স্থানীয় খাঁড়ির উপর তৈরি কালভার্ট, যাতায়াতের রাস্তা ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দারা চরম বিপাকে। কালভার্ট ভাঙার জেরে জলবন্দি স্থানীয় বেশ কয়েকটি গ্রাম। রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চালুন গ্রামপঞ্চায়েতের প্রধান সুব্রত রায়ের কথায়, “জেলা প্রশাসন ব্রিজ তৈরি করছে। এটা যে ভেঙেছে তা কিন্তু অতিরিক্ত জলের চাপের কারণে। ব্যবস্থা করতে হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে জলের চাপ না কমলে তো কিছু করাও যাবে না।”