বালুরঘাট: TV9 বাংলার খবরের জের৷ বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে হাউজ় স্টাফ বা চুক্তি ভিত্তিতে জুনিয়র চিকিৎসক নিয়োগ করতে চলেছে। চিকিৎসক সঙ্কট মেটাতে এবারে ফের ১০ জন জুনিয়র ডাক্তার নিয়োগ করতে চলেছে জেলা হাসপাতাল। স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী শুক্রবার ইন্টারভিউ হবে হাসপাতালে। এদিকে এর আগেও জুনিয়র চিকিৎসক নিয়োগ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু নানা কারণ দেখিয়ে একের পর এক চিকিৎসক চলে গিয়েছেন। তাই এবার ফের জুনিয়র চিকিৎসক নিয়োগ নিয়ে হাজার প্রশ্ন উঠছে। এবার চিকিৎসক মিলবে কি? আর মিললেও তাঁরা টিকবেন কিনা, তা নিয়েও সংশয়ে খোদ হাসপাতাল কর্তৃপক্ষ।
কিছু দিন আগে TV9 বাংলায় খবর প্রকাশিত হয়েছিল। বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক নেই। তা তুলে ধরা হয়েছিল৷ এরপর নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। অবশেষে চিকিৎসক সঙ্কট মেটাতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দফতর ও হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বালুরঘাট জেলা হাসপাতালে বর্তমানে হাসপাতালের প্রায় ১০০ চিকিৎসক থাকা উচিত। যেখানে রয়েছে মধ্যে মাত্র প্রায় ৫০ শতাংশ চিকিৎসক। যা নিয়েই যথাসাধ্য চিকিৎসা পরিষেবা দেওয়ার করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রের খবর, হাসপাতালের অনেক বিভাগেই চিকিৎসক নেই। কিছুদিন আগেই জেলা হাসপাতালের একমাত্র চর্ম রোগের চিকিৎসক বদলি হয়ে যায়৷ যদিও পরে একজন অস্থায়ী চিকিৎসকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে। এছাড়াও অন্যান্য বেশ কয়েকটি বিভাগে একজন বা অর্ধেক চিকিৎসক রয়েছে। যার ফলে চিকিৎসা পরিষেবা দিতে হিমশিম খাছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে জেলা হাসপাতাল ও বহির্বিভাগে নির্দিষ্ট ও নিয়মিত সময়ে চিকিৎসকরা গরহাজির থাকেন বলে অভিযোগ। তাই সম্প্রতি বালুরঘাট জেলা হাসপাতলে ১০ জন জুনিয়র চিকিৎসক নিয়োগ করা হয়েছিল। কিন্তু নিয়োগের কয়েক মাসের মধ্যেই একের পর এক উচ্চশিক্ষা বদলি সহ নানা কারণে এই হাসপাতাল থেকে চলে যায়। এছাড়াও কিছুদিন আগেই এক ঝাঁক ডাক্তার বদলি হয়ে যায়। যার ফলে ফের একবার চিকিৎসক সঙ্কটে ভুগছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সেই জায়গা থেকেই নতুন নিয়োগের ভাবনা। কিন্তু এই নিয়োগ নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষও এই নিয়োগ নিয়ে কার্যত চিন্তায় পড়েছে। আদৌ কি ১০ জন জুনিয়র ডাক্তার পাবে, তা নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ হাসপাতালে কর্তৃপক্ষের কপালে।
এবিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, “বালুরঘাট জেলা হাসপাতালে নতুন করে ১০ জন জুনিয়র ডাক্তার বা হাউজ় স্টাফ নিয়োগের জন্য স্বাস্থ্যভবন নির্দেশ দিয়েছে। সেই মত আগামী শুক্রবার ইন্টারভিউ হবে। এর আগে উচ্চশিক্ষা ও নানা কারণে চিকিৎসকরা চলে গিয়েছিল। এবার নতুন করে নেওয়া হবে। এখন দেখা যাক, কতজন আসে। ১০ জন চিকিৎসক হলে হাসপাতালের পক্ষে খুব ভালো হবে।”