AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: কুড়মি ও মাহাতোদের কোনওরকমভাবে এসটি শংসাপত্র দেওয়া যাবে না, শুরু বিক্ষোভ

Balurghat: এছাড়াও আদিবাসী ছেলেমেয়েরা যাতে খুব শংসাপত্র পায় তার ব্যবস্থা করতে হবে। এমন একাধিক দাবিতে শনিবার বিকালে বালুরঘাট সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের জেলা শাখার সদস্যরা।

Balurghat: কুড়মি ও মাহাতোদের কোনওরকমভাবে এসটি শংসাপত্র দেওয়া যাবে না, শুরু বিক্ষোভ
আদিবাসীদের বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 02, 2024 | 7:02 PM
Share

বালুরঘাট: আদিবাসী বাদে অ-আদিবাসী বিশেষ করে কুড়মি ও মাহাতোদের কোনওরকমভাবে এসটি শংসাপত্র দেওয়া যাবে না। যারা ভুয়ো আদিবাসী শংসাপত্র তৈরি করেছেন, তাদের শংসাপত্র অবিলম্বে বাতিল করতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমায় থাকা বেশ কিছু হোস্টেল বন্ধ হয়ে যাচ্ছে, সেই হস্টেলগুলি অবিলম্বে চালু করতে হবে।

এছাড়াও আদিবাসী ছেলেমেয়েরা যাতে খুব শংসাপত্র পায় তার ব্যবস্থা করতে হবে। এমন একাধিক দাবিতে শনিবার বিকালে বালুরঘাট সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের জেলা শাখার সদস্যরা।

আন্দোলনকারীদের অভিযোগ, বহু অ-আদিবাসী জাল শংসাপত্র তৈরি করেছেন। অনেক অ-আদিবাসী সংগঠন আবার এনিয়ে আন্দোলন করছেন৷ সেইসব ও অ-আদিবাসী সংগঠনকে কোনও রকমভাবে যাতে শংসাপত্র দেওয়া না হয় তার জন্য ফের একবার আন্দোলনে নামল জেলার বিভিন্ন আদিবাসী সংগঠনের সদস্যরা।