TMC: ভোটের আগে কোর কমিটি গঠন, জায়গা না পেয়ে বিক্ষোভ তৃণমূলের অন্দরে
Balurghat: প্রসঙ্গত, দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। তার আগে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব।
বালুরঘাট: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনী কনডাক্ট কোর কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা তৃণমূলের তরফ থেকে এই কমিটি ঘোষণা হতেই শুরু হয়েছে দলের ভেতরে কোন্দল। একাংশ তৃণমূল নেতৃত্ব যারা কমিটিতে স্থান পাননি তাঁরা এনিয়ে সোশাল মিডিয়াতে সরব হয়েছেন। এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কোন্দল সামনে আসায় কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসকে।
প্রসঙ্গত, দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। তার আগে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলার আটটি ব্লকে নটি সাংগঠনিক নির্বাচনী কনডাক্ট কোর কমিটি ঘোষণা করা হয়েছে৷ এই কমিটি ঘোষণা হতেই তৃণমূলের অন্দরে বাড়ছে কোন্দল। সূত্রের খবর, রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রর অনুগামী বা ঘনিষ্ঠ রয়েছে তাদের নাম বাদ গিয়েছে কমিটি থেকে ৷ মূলত, বিপ্লব বিপরীতপন্থী যারা তাঁরাই এই কমিটিতে রয়েছেন৷ এমনকী কোনও জেলা কমিটি ঘোষণা করা হয়নি৷ অথচ অনেকেই জেলা কমিটির পোস্ট উল্লেখ করা হয়েছে। যা নিয়েই সরব হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠরা৷
জেলা তৃণমূলের তরফ থেকে জানা গিয়েছে, তৃণমূলের তরফ থেকে অনেক দিন আগে এক ব্যক্তি এক পদ ঘোষণা করা হয়েছে। সেই জায়গা থেকে যারা কোন দ্বায়িত্বে রয়েছে তাদেরকে দলীয় অন্য কোনও পদ দেওয়া হয়নি। এমনকি দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, বিগত দিনে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল এবং বর্তমানে তারা আবার তৃণমূলের ফিরে এসেছে তাদের তো কোনও পদ দেওয়া হচ্ছে না।
এনিয়ে বিপ্লব মিত্র ঘনিষ্ঠ তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিঁয়া বলেন, “এই কমিটি বসগিরি করে তৈরি করা হয়েছে ৷ আমরা চেয়েছিলাম সকলের সঙ্গে আলোচনা করেই এই কমিটি গঠন করার৷ কিন্তু এই ক্ষেত্রে কিছুই করা হয়নি। তবে এই কমিটির নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল হবে আসা করছেন। আগামী দিনে দল কোনও দ্বায়িত্ব দিল পরে সেই দ্বায়িত্ব পালন করবেন।” এ নিয়ে, বিজেপির জেলা সভাপতি পালটা দিয়েছেন। তিনি বলেন, “যদিও এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার ৷ এ বিষয়ে বিশেষ কিছু বলার নেই ৷ তবুও তৃণমূল দলের কোনও অনুশাসন ও নিয়ম শৃঙ্খলা কিছুই নেই ৷ সেই জন্য নতুন কমিটি ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় অনেকে নানা রকম পোস্ট করছেন।”
যদিও এবিষয়ে জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার বলেন, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ব্লক স্তরে এই কমিটি গঠন করা হয়েছে। গত ১১ তারিখ দলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কমিটিতে নবীনরাও আছে, তেমনি প্রবীণরাও রয়েছে।”