Job Scam: হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে বড় ‘ছক’, ধরা পড়তেই কোর্টে যা হল…

Job Scam: গঙ্গারামপুর মহকুমা আদালতে আইনজীবী হিসাবে কাজ করতেন চন্দন কুমার মহন্ত। তাঁর নামেই ২০২০ সালের ২৬ জুলাই হরিরামপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল।

Job Scam: হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে বড় ‘ছক’, ধরা পড়তেই কোর্টে যা হল…
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2024 | 10:56 PM

বালুরঘাট: হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে চাকরির প্রলোভন। লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ। কিন্তু, শেষ রক্ষা হল না। ধরা পড়ে গিয়েছিলেন গুণধর। দক্ষিণ দিনাজপুরের কুশকারির বাসিন্দা অভিযুক্ত আইনজীবী চন্দন কুমার মহন্তকে ৭ বছর সশ্রম কারদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালত। এদিন তাঁর সাজা শোনান  অতিরিক্ত নগর ও দায়রা আদালতের বিচারক সন্তোষ পাঠক। একইসঙ্গে তাঁর ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। না দিতে পারলে আরও ১ বছর থাকতে হবে জেলে। ঘটনার সূত্রপাত কোথা থেকে? 

সূত্রের খবর, গঙ্গারামপুর মহকুমা আদালতে আইনজীবী হিসাবে কাজ করতেন চন্দন কুমার মহন্ত। তাঁর নামেই ২০২০ সালের ২৬ জুলাই হরিরামপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল। অভিযোগ, হরিরামপুর ব্লক স্বাস্থ্য দফতরের কাছে নিজের পরিচয় বিচারপতি হিসাবে দিয়েছিলেন চন্দন। ওই পরিচয় দিয়েই একজন চাকরি পাইয়ে দেওয়ারও প্রলোভন দেখানো হয়। অভিযোগ, নেওয়া লক্ষাধিক টাকা। 

তারপর থেকে চলছিল মামলা। এই মামলায় সোমবারই চন্দনকে দোষী সাব্যস্ত করে আদালত। কিন্তু সাজা ঘোষণা হয়নি। অবশেষে মঙ্গলবার সেই সাজা ঘোষণা হল। সূত্রের খবর, তাঁর বিরদ্ধে এর আগেও একাধিকবার নানা অভিযোগ উঠেছিল। তারমধ্যে সরকারি চাকরির নাম করে প্রতারণার অভিযোগও ছিল। এদিকে এ ঘটনায় রায় ঘোষণা হতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জেলার আইনজীবী মহলে।