বালুরঘাট: একদা আরএসপি-র গড়। সেই বালুরঘাটে কিছুদিন ফুটেছিল ঘাসফুল। তবে, পাঁচ বছর ঘুরতে ঘুরতেই ঘাসফুলের জায়গায় ফুটল পদ্ম। যিনি ফোটালেন, তিনি আর কেউ নন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ২০২৪ লোকসভা নির্বাচনে কী হবে? বালুরঘাট লোকসভার ৭ বিধানসভায় অধিকাংশ তৃণমূলের ভাল জমি রয়েছে। বিজেপিও আস্তে আস্তে নিজেদের জমি শক্তি করছে। এবার কি ফের পদ্মফুল ফোটাতে পারবেন সুকান্ত মজুমদার। এবার কিন্তু তাঁর প্রতিপক্ষ শাসকদলের হেভিওয়েট মন্ত্রী। দাঁড়িপাল্লায় সমান সমান টক্কর দেখা যেতে পারে বালুরঘাটে। আগে দেখে নেওয়া যাক, কোন দল কোন অবস্থানে দাঁড়িয়ে?
বালুরঘাট লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল
ইটাহার, কুশমাণ্ডি (SC), কুমারগঞ্জ, বালুরঘাট, তপন (ST), গঙ্গারামপুর, হরিরামপুর।
২০১৯ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৪,২৯,৭৮৩
২০১১ জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২৮.৬ শতাংশ
তফসিলি উপজাতি ভোটার ১৫.৩ শতাংশ
সংখ্যালঘু ভোটার ২৯.৫ শতাংশ
গ্রামীণ ভোটার ৮৯.৩ শতাংশ
শহুরে ভোটার ১০.৭ শতাংশ
১৯৭৭ সাল থেকে অর্থাৎ বামেদের ক্ষমতায় আসার জন্মলগ্ন থেকে আরএসপি এই কেন্দ্রটি নিজেদের দখলে রেখেছে। একসময় প্রবাদ প্রতীম নেতা পলাশ বর্মন, রনেন বর্মনরা দাপিয়ে বেড়িয়েছেন। আজ বামেদের সেই গড় আর নেই। পালাবদলের পর পরই ২০১৪ সালে বালুরঘাট দখল নেয় ঘাসফুল। সাংসদ হন নাট্যকর্মী অর্পিতা ঘোষ। কিন্তু আরএসপির সেই ধারা বজায় রাখতে পারেনি তৃণমূল। ২০১৯ সালে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে যায় তৃণমূল। তবে, বিধানসভা নির্বাচনে এই লোকসভার ৭টি বিধানসভার ৪টি তৃণমূলের দখলে।
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
নির্বাচন | বিধানসভা কেন্দ্র | বিজেপি | তৃণমূল |
২০১৯ | ইটাহার | ৫৯,৭২৯ | ৮৭,৫০৬ |
২০২১ | ইটাহার | ৭০,৬৭০ | ১,১৪,৬৪৫ |
২০১৯ | কুশমাণ্ডি | ৭৬,৯০৮ | ৭৭,৬৮৪ |
২০২১ | কুশমাণ্ডি | ৭৭,৩৮৪ | ৮৯,৯৬৮ |
২০১৯ | কুমারগঞ্জ | ৬২,৭৫৯ | ৮১,৫১৮ |
২০২১ | কুমারগঞ্জ | ৬০,৩৯৬ | ৮৯,৭৬৩ |
২০১৯ | বালুরঘাট | ৮১,২৯৩ | ৪২,২৭৭ |
২০২১ | বালুরঘাট | ৭২,১২৯ | ৫৮,৬৯৩ |
২০১৯ | তপন | ৮৯,৭৩৭ | ৬৬,৪৮৩ |
২০২১ | তপন | ৮৪,৩৮১ | ৮২,৭২১ |
২০১৯ | গঙ্গারামপুর | ৯২,১৩৮ | ৭০,০৫৩ |
২০২১ | গঙ্গারামপুর | ৮৮,৭২৪ | ৮৪,১৩২ |
২০১৯ | হরিরামপুর | ৭৫,০১৩ | ৭৯,৯৭৮ |
২০২১ | হরিরামপুর | ৭৩,৪৫৯ | ৯৬,১৩১ |
ইটাহার- মোশারাফ হোসেন (তৃণমূল)
কুশমুণ্ডি- রেখা রায় (তৃণমূল)
কুমারগঞ্জ- তোরাফ হোসেন মণ্ডল (তৃণমূল)
বালুরঘাট- অশোক কুমার লাহিড়ী (বিজেপি)
তপন- বুধারি টুডু (বিজেপি)
গঙ্গারামপুর- সত্যেন্দ্রনাথ রায় (বিজেপি)
হরিরামপুর- বিপ্লব মিত্র (তৃণমূল)
২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ৪৫.৫ শতাংশ, তৃণমূল ৪২.৮ শতাংশ, আরএসপি ৬.২ শতাংশ, কংগ্রেস ৩.১ শতাংশ।
২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ৪১.৭ শতাংশ, তৃণমূল ৪৮.৭ শতাংশ, আরএসপি ৩.২ শতাংশ, কংগ্রেস ১.৪ শতাংশ
এবারেও বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। আরএসপি টিকিট দিয়েছে জয়দেব সিদ্ধান্তকে। আইএসএফ দাঁড় করিয়েছে মোজ্জামেল হককে।