Mamata Banerjee: ‘আমিও টার্গেট, অভিষেকেও টার্গেট, আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে’, আচমকা কেন একথা বললেন মমতা

Rupak Sarkar | Edited By: Soumya Saha

Apr 21, 2024 | 5:58 PM

Mamata Banerjee: কারও নাম না করে মমতা বললেন, 'বোমা-টোমা ফাটানোর কথা বলছে, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এত্ত ডেঞ্জারাস এরা। মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা ভাবি না। আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি।'

Mamata Banerjee: আমিও টার্গেট, অভিষেকেও টার্গেট, আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, আচমকা কেন একথা বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

বালুরঘাট: লোকসভা ভোটের মুখে গতকালই শুভেন্দু অধিকারী আবারও এক রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। বলেছেন, আগামী সপ্তাহের শুরুতেই এমন একটা ‘বোমা পড়বে’, যাতে তৃণমূল ‘বেসামাল হয়ে যাবে’। আর এবার বালুরঘাটের সভা থেকে তার পাল্টা জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারও নাম না করে মমতা বললেন, ‘বোমা-টোমা ফাটানোর কথা বলছে, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এত্ত ডেঞ্জারাস এরা। মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা ভাবি না। আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি।’

গতকাল মালদার রতুয়ায় এক সভা করছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘আপনারা দেখবেন, আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কূল কিনারা পাবে না।’ যদিও তারপর সভামঞ্চ থেকে নেমে শুভেন্দু স্পষ্ট করেছিলেন, তিনি রাজনৈতিক বিস্ফোরণের কথা বোঝাতে চেয়েছেন। তবে কী এমন রাজনৈতিক বিস্ফোরণ ঘটতে চলছে, যাতে তৃণমূলে ‘বেসামাল’ হয়ে যাবে, সেটা স্পষ্ট করেননি তিনি।

আজ বালুরঘাটের সভা থেকে নাম না করে সেই ইস্য়ুতে পাল্টা নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। মমতার প্রশ্ন, ‘ বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো। লুকিয়ে ছুপিয়ে কেন? নাটকটা তৈরি করতে আর একটু সময় লাগছে নাকি?’ এরপরই বিজেপি শিবিরকে পাল্টা হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী। বললেন, ‘আমাদের কাছেও তথ্য আছে। তোমরা বাইরে থেকে কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো, বাংলার বদনাম করার জন্য। আমরাও কিন্তু বুঝে নেব।’ তবে মমতা এও স্পষ্ট করে দেন, তাঁর দল ‘বোমার বদলে বোমায় নয়, বোমার বদলে রবীন্দ্রসঙ্গীতে’ বিশ্বাস করে।

Next Article