AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kumarganj: ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে সাজাঘোষণা

শুক্রবার বিকেলের এনিয়ে বালুরঘাট জেলা আদালতে সাংবাদিক বৈঠক করেন দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি তারিখে রাতের বেলা বাড়িতে বাবা, মা ও দাদা না থাকার সুযোগে প্রতিবেশী এক যুবক টিনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

Kumarganj: ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে সাজাঘোষণা
দক্ষিণ দিনাজপুরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 09, 2026 | 6:43 PM
Share

কুমারগঞ্জ: ফাঁকা বাড়িতে ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানা এলাকার পাঁচ বছর আগের ওই ঘটনায় অভিযুক্তকে পকসো ধারায় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুমাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আইপিসির ৪৪৮ ধারায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বালুরঘাট জেলা আদালতের পকসো কোর্টের বিচারক সরণ্যা সেন প্রসাদ।

শুক্রবার বিকেলের এনিয়ে বালুরঘাট জেলা আদালতে সাংবাদিক বৈঠক করেন দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি তারিখে রাতের বেলা বাড়িতে বাবা, মা ও দাদা না থাকার সুযোগে প্রতিবেশী এক যুবক টিনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপরই বাড়িতে একা থাকা ওই নাবালিকার সঙ্গে জোর করে ধর্ষণের চেষ্টা করে ও শ্লীলতাহানি করে।

নাবালিকার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটি আসলে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় পরদিনই কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পকসো ও অন্যান্য ধারায় মামলা দায়ের হয়। প্রায় পাঁচ বছর পর এই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বিচারক।