AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021 Phase 7: ‘ভোট দিতে যাব না কেউই’, লাঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে গ্রামের মহিলারা!

ভোট (West Bengal Assembly Election 2021 Phase 7) বয়কটের ডাক দিয়েছেন দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার তপন (Tapan) বিধানসভার জলঘর পঞ্চায়েত এলাকার কাশিয়াডাঙ্গা ছোটদেওড়া গ্রামের বাসিন্দারা।

West Bengal Assembly Election 2021 Phase 7: 'ভোট দিতে যাব না কেউই', লাঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে গ্রামের মহিলারা!
নিজস্ব চিত্র
| Updated on: Apr 26, 2021 | 12:56 PM
Share

দক্ষিণ দিনাজপুর: ‘সেতু ও রাস্তা দাও- ভোট নাও’ এই দাবিতে ভোট (West Bengal Assembly Election 2021 Phase 7) বয়কটের ডাক দিয়েছেন দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার তপন (Tapan) বিধানসভার জলঘর পঞ্চায়েত এলাকার কাশিয়াডাঙ্গা ছোটদেওড়া গ্রামের বাসিন্দারা।

বালুরঘাট শহর সংলগ্ন গ্রাম ছোটদেওড়া গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাশিয়া খাঁড়ি। গ্রামের একদিকে কাশিয়াডাঙ্গা গ্রাম আর আরেক দিকে রয়েছে দোগাছি ফরেস্ট ও বালুরঘাট শহরের সঙ্গে দ্রুত যোগাযোগকারি পাকা রাস্তা। গ্রামবাসীদের কথায়, তাঁদের শহরে যেতে গেলে গ্রামের খানা খন্দে ভরা মাটির আলের রাস্তা ধরে ২ কিমি ঘুরে কাশিয়াডাঙ্গা হয়ে তারপর বড় রাস্তা ধরতে হয়।

যদি দোগাছি ফরেস্টের ভেতর দিয়ে দোগাছি মোড়ে উঠে পাকা রাস্তা ধরা হয়, তাহলে অতি অল্প সময়েই বালুরঘাট শহরে পৌঁছে যাওয়া যায়। এমনিতে খরার সময় এই শাখা নদীতে জল না থাকায় বাশের মাঁচা বানিয়ে তার উপর দিয়ে হেঁটে বা সাইকেলে অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে পাকা রাস্তা ধরে অনায়াসেই খুব দ্রুত শহরে চলে যাওয়া যায়।

বর্ষায় এই শাখা নদী যখন ফুলে ফেঁপে ওঠে তখন এই শর্টকাট রাস্তা পার করাই গ্রামবাসীদের দায় হয়ে পরে। আবার কাশিয়াডাঙ্গা ঘুরে ২ কিমি মত মাটির এবড়ো থেবড়ো কাঁচা রাস্তা ধরে শহরে যাওয়ার জন্য তপন – বালুরঘাট রাজ্য সড়ক ধরলে এক হাঁটু কাদায় ভরা রাস্তা দিয়ে চলাচল করতে হয়।

আরও পড়ুন: West Bengal Election 2021 Phase 7: তৃণমূল কর্মীর সঙ্গে মদ্যপান পোলিং অফিসারের! ভিডিয়ো প্রকাশ করে অভিযোগ বিজেপির

বাম আমলের ৩৪ বছর এবং তৃণমূলের দশ বছরে শুধু মিলেছে প্রতিশ্রুতি, কাজের কাজ কিছু হয়নি। সেই কারণে ছোট দেওরা গ্রামের প্রায় ৪০০ ভোটারদের ভোট বয়কট করছেন।