Balurghat: পথশ্রী প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ, বন্ধ করতে গেলে বচসা তৃণমূল নেতার সঙ্গে

Balurghat: জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পের মাধ্যমে কুমারগঞ্জের বটুন ২ নম্বর সংসদে প্রায় সাড়ে আটশো মিটার ঢালাই রাস্তার কাজ শুরু করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ। প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেই রাস্তার কাজের বরাত পায় পশ্চিমবঙ্গ কৃষি শিল্প নিগম নামে একটি ঠিকাদার সংস্থা।

Balurghat: পথশ্রী প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ, বন্ধ করতে গেলে বচসা তৃণমূল নেতার সঙ্গে
নিম্নমানের সামগ্রী দিয়ে কাজImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 8:01 PM

কুমারগঞ্জ: পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ। কাজ বন্ধ করতে গেলে বচসা তৃণমূল পঞ্চায়েত সদস্যর সঙ্গে। এরপরই ক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শনিবার বিকেল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন এলাকায়।

স্থানীয় গ্রামবাসীদের একাংশের অভিযোগ, নিম্নমানের কাজের প্রতিবাদ করাতেই স্থানীয় প্রতিম ঘোষ নামে এক যুবকের উপর চড়াও হন তৃণমূল পঞ্চায়েত সদস্য। যদিও, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। এদিকে সরকারি শিডিউল মেনে কাজ করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পের মাধ্যমে কুমারগঞ্জের বটুন ২ নম্বর সংসদে প্রায় সাড়ে আটশো মিটার ঢালাই রাস্তার কাজ শুরু করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ। প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেই রাস্তার কাজের বরাত পায় পশ্চিমবঙ্গ কৃষি শিল্প নিগম নামে একটি ঠিকাদার সংস্থা। অভিযোগ,সরকারি শিডিউল না মেনেই চলছিল সেই রাস্তার কাজ। শুক্রবার যা নিয়েই প্রতিবাদে সোচ্চার হন স্থানীয় বাসিন্দারা।

কিন্তু তাঁদের কথায় কর্ণপাত না করে নিয়ম বহির্ভূত ভাবে দেদার কাজ চালাতে থাকে ওই ঠিকাদার সংস্থা। এমন ঘটনা নিয়ে ফের সরব হতে গেলে ঠিকাদারের পাশে দাঁড়িয়ে গ্রামবাসীদের বিরুদ্ধেই রুখে দাঁড়ান বলে অভিযোগ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য রবি পাহান। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় প্রতিবাদকারী যুবক প্রীতম ঘোষকে।

যদিও গ্রামবাসীদের সেই অভিযোগকে উড়িয়ে পাল্টা তৃণমূল পঞ্চায়েত সদস্যর দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে ঠিকাদারের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে কিছু লোক। কাজ ঠিক ভাবেই হচ্ছে এলাকায়। এনিয়ে অভিযোগ পেলে ব্লক ও জেলা প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।