South Dinajpur: নিখোঁজ রং মিস্ত্রী, মুক্তিপণ চেয়ে বাড়িতে আসছে ফোন, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পথ অবরোধ স্থানীয়দের
South Dinajpur: জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম সন্তু মন্ডল (২০)। বাড়ি হিলি থানার কুঞ্জ ডুঙ্গিতে৷ পেশায় রং মিস্ত্রি। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ তিনি।
হিলি: বাড়ি থেকে জুতো কিনতে বেরিয়ে নিখোঁজ রং মিস্ত্রি। নিখোঁজ হওয়ার একদিন বাদেই মুক্তিপণ চেয়ে বাড়িতে এল ফোন। হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। লিখিত অভিযোগের পরেও পুলিশের (Police) তরফ থেকে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে রবিবার সকালে জাতীয় সড়ক অবরোধ (Road Blockade) করে ক্ষুব্ধ গ্রামবাসী ও পরিবারের সদস্যরা। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার মুরালিপুর এলাকায়। এদিন সকাল ১০ টা থেকে শুরু হয় অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। আসেন হিলি থানার আইসি গনেশ শর্মা, ডিএসপি ডিএনটি প্রশান্ত সরকার। প্রায় দেড় ঘন্টা পর পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল।
জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম সন্তু মন্ডল(২০)। বাড়ি হিলি থানার কুঞ্জ ডুঙ্গিতে। পেশায় রং মিস্ত্রি। গত মঙ্গলবার সন্ধ্যায় ত্রিমোহিনী হাটে জুতা কিনতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু, তারপর থেকে আর বাড়ি ফেরেননি। এরইমধ্যে শনিবার শনিবার ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে অচেনা নম্বর থেকে ফোন আসে ওই যুবকের পরিবারের কাছে। ফোন পেয়েই সোজা থানায় চলে যান পরিবারের সদস্যরা। অভিযোগ, তারপরেও কারা ওই রং মিস্ত্রীকে অপহরণ করেছে তার তদন্ত করছে না পুলিশ।
এরপরই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এদিন হিলি বালুরঘাট ৫১২ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, পুলিশ সুপার যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান করবে ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে। রং মিস্ত্রির খোঁজ না মিললে আরও বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএসপি ডিএনটি প্রশান্ত সরকার।