Mamata Banerjee: ‘পুলিশকে বলব বি অ্যালার্ট…’, জঙ্গি সতর্কতা দিলেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: এ দিন কার্যত পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, "আগে পুলিশরা তিন-চারবার গিয়ে এলাকায় ঘুরত। এখন ঘোরেই না। যত বেশি পুলিশের ভ্যান ঘুরবে মানুষ জানবে এরা অ্যালার্ট আছে। বর্ডার এলাকা খুন স্পর্শকাতর।"

শিলিগুড়ি: উত্তরবঙ্গের সভা থেকে জঙ্গি নিয়ে সতর্কতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি রাজ্যে বাইরে থেকে লোক ঢুকছে রাজ্যে। অসম সহ অন্য রাজ্য থেকে লোক এসে তথ্য নিয়ে চলে যাচ্ছে। মালদহ-কোচবিহার-কলকাতা সহ একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে।
আজ বুধবার উত্তরকন্যার সভা থেকে কার্যত সতর্কতা জারি করেন মুখ্যমন্ত্রী। বিএসএফ-এর পাশাপাশি পুলিশকেও বর্ডার নিয়ে সতর্ক করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি শুনছি অনেক বাইরের লোক ঢুকছে। কেউ আসাম থেকে কেউ আবার ইধার-উধার থেকে… আমাদের সমর্থকদের কাছ থেকে ভোটার-আধার-প্যান নম্বর নিয়ে চলে যাচ্ছে। আমি পুলিশকে বলব বি অ্যালার্ট।” এরপরই তিনি জঙ্গি সতর্কতা জারি করেন। বলেন, “কোনও জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে। তেমন যারা মানুষকে মিথ্যা কথা বলে মানুষের জিনিস হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে….মনে রাখবেন অথোরাইজ লোক ছাড়া কাউকে ডিটেল দেবেন না।” এরপর একাধিক জেলার উদাহরণ টানেন তিনি। জানান যে, মালদহ-ডায়মন্ড হারবার-কলকাতায় একাধিক ব্যক্তি ধরাও পড়েছে।
এ দিন কার্যত পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, “আগে পুলিশরা তিন-চারবার গিয়ে এলাকায় ঘুরত। এখন ঘোরেই না। যত বেশি পুলিশের ভ্যান ঘুরবে মানুষ জানবে এরা অ্যালার্ট আছে। বর্ডার এলাকা খুন স্পর্শকাতর। এই যে শীতলকুচি থেকে চাষিকে তুলে নিয়ে গেল। খবরটা উদয়ন জানাতেই বেল করে এনেছি। বর্ডারে BSF কাজ করছে বলে আপনারা IC-OC রা চোখ-কান বন্ধ রাখবেন এটা হয় না।”

