Toy Train in Darjeeling: সকাল থেকে প্রবল বর্ষণ দার্জিলিংয়ে, দুর্যোগের মধ্যে ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত টয়ট্রেন

Toy Train in Darjeeling: এদিন দুপুর সাড়ে ১২টা নাদাগ ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি ট্রয়ট্রেন। ট্রেনটি ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে আসছিল বলে খবর। তখনই ঘটে এই ঘটনা। ট্রেনে ৪৫ জন যাত্রী ছিলেন। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

Toy Train in Darjeeling: সকাল থেকে প্রবল বর্ষণ দার্জিলিংয়ে, দুর্যোগের মধ্যে ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত টয়ট্রেন
লাইনচ্যুত টয়ট্রেনImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 1:40 PM

দার্জিলিং: মাসের শুরু থেকেই মনটা বিশেষ ভাল নেই পাহাড়ের। একের পর এক নিম্নচাপে চলছে লাগাতার বৃষ্টি। গত সপ্তাহের শুক্র, শনি ও রবিবার তুমুল বৃষ্টি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের মতো জেলাগুলিতে। ধসও নেমেছিল শিলিগুড়ি থেকে সিকিম-দার্জিলিংগামী রাস্তায়। পাহাড়ে গিয়ে আটকেও পড়েছিলেন বহু পর্যটক। এবার ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে। তাতেই সপ্তাহান্তে ভারী বর্ষণের পূর্বাভাস পাহড়ে। এরইমধ্যে এবার ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের ঘুম স্টেশনে লাইনচ্যুত হয়ে গেল টয়ট্রেন।

এদিন দুপুর সাড়ে ১২টা নাদাগ ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি ট্রয়ট্রেন। ট্রেনটি ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে আসছিল বলে খবর। তখনই ঘটে এই ঘটনা। ট্রেনে ৪৫ জন যাত্রী ছিলেন। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এদিকে এদিন সকাল থেকেই প্রবল বর্ষণ হচ্ছে পাহাড়ে। দার্জিলিং ম্যাল, কালীম্পংগামী একাধিক রাস্তায় বৃষ্টির জন্য তৈরি হয় যানজট। অনেক পর্যটকই হোটেল ছেড়ে বাইরে বের হতে পারেননি। বহু পাহাড়ি রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে গিয়েছে।

ওয়াকিবহাল মহলের ধারণা, বৃষ্টির জন্যই রেল ট্র্যাক থেকে ছিটকে গিয়েছে টয়ট্রেনটির চাকা। তবে চালকের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ঘুম স্টেশনের কাছে যানজট তৈরি হয়। তবে শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।