শিলিগুড়ি: দ্বিতীয় দফার প্রচারে রবিবার দার্জিলিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিলিগুড়িতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে সুকান্তগড়ে এদিন জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় পর্যায়ে এবার দুই দিনাজপুর ও দার্জিলিংয়ে সর্বশক্তিতে প্রচারে নামছে বিজেপি ও তৃণমূল। দার্জিলিং আসন ধরে রাখতে রবিবার পাহাড়ে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে লেবংয়ে সভা করবেন তিনি। পাশাপাশি শিলিগুড়িতে বিকালে সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার রাতেই বিশেষ বিমানে শিলিগুড়ি পৌঁছন অমিত শাহ।
বসে নেই ঘাসফুল শিবির। বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুরে এক দফা প্রচার আগেই সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের দক্ষিণ দিনাজপুরে জোড়া সভা মমতার। পতিরামের কাছে কুমারগঞ্জে এবং বালুরঘাটে রবিবার সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে পাহাড় নিয়ে এদিন অমিত শাহ কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। বিজেপি সূত্রে খবর, হেলিকপ্টারে লেবং যাবেন অমিত শাহ। তবে আবহাওয়া খারাপ থাকলে সড়কপথেও পাহাড়ে যাওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।