Mamata Banerjee: ‘বিরোধীরা গাল দেয়, আলুর চপ করে তিন তলা বাড়ি বানাচ্ছে লোকে’, শিল্পোদ্যোগীদের উৎসাহ মমতার
Mamata Banerjee: বাড়িতে বসে ছোট ছোট বিনিয়োগ করে যাতে সহজেই উপার্জন করা যায়, গ্রাম বাংলায় গিয়ে সে পথ বাতলে দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা নিয়ে বিরোধীরা তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি।

শিলিগুড়ি: বরাবরই ছোট ব্যবসায়ীদের উৎসাহ দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা শিল্প, চপশিল্প, কুচুরিপানা শিল্প, এমনকি কাশফুল শিল্পের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেবল চপশিল্প নিয়ে শুধু কথা নয়, এ বার নিজেই চপ ‘বিক্রি’ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লক্ষ্য কেবল বেকারত্ব দূরীকরণ।
বাড়িতে বসে ছোট ছোট বিনিয়োগ করে যাতে সহজেই উপার্জন করা যায়, গ্রাম বাংলায় গিয়ে সে পথ বাতলে দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা নিয়ে বিরোধীরা তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু ভবনে উত্তরবঙ্গের জেলাগুলির বিভিন্ন বণিকসভার সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশেই বললেন, “ছোট দোকান করতে বললে বিরোধীরা গালি দেয়।” কিন্তু ছোট দোকান করে কীভাবে জীবনে উন্নতি করা যায়, তারও উদাহরণ দেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “আলুর চপ বেগুনির দোকান দেখেছি। ছোট দোকান চালিয়ে তিনতলা বাড়ি বানিয়েছে। আমি দেখেছি, ঘরে ঘুগনি বানিয়েও পরিবার চালানো যায়।” শিল্পোদ্যোগীদের উদ্দেশেই তিনি প্রশ্ন করেন, “চায়ের দোকান, মোমোর দোকান ফাঁকা দেখেছেন কখনও? ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প বহু মানুষের সংস্থান। মমতা বলেন, “উজ্জ্বলা সিনেমার ওখানে একটি চপের দোকান ছিল। আপনজন নাম। কত টাকা করেছেন জানেন? ভাবতেও পারবেন না।” মূলত মুখ্যমন্ত্রী এদিনও এটাও বোঝানোর চেষ্টা করেছেন, কীভাবে অল্প পুঁজি দিয়েও পরিশ্রমের মধ্যে দিয়ে ব্যবসা দাঁড় করানোর যায়। এই বাংলাতেই তার একাধিক উদাহরণ রয়েছে, তুলে ধরলেন মমতা।

