শিলিগুড়ি: নাবালিকার ধর্ষণ ও খুনে অভিযুক্তের ফাঁসির সাঁজা হলেও, সে সাঁজা কার্যকর হয়নি। আরও লড়াই বাকি। দোষী সাব্যস্তের ফাঁসি দ্রুত কার্যকর করতে অনশনের প্রস্তুতি মিচ্ছেন মাটিগাড়া ধর্ষণকাণ্ডে নির্যাতিতার মা। এমনকী, সোমবার আরজি কর মামলার রায় নিয়েও ক্ষোভে ফুঁসছেন তারা।
উল্লেখ্য, মাটিগাড়ায় স্কুল ছাত্রী নাবালিকা পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনাকে ‘অত্যন্ত বর্বোরোচিত’ আখ্যা দিয়ে গত সেপ্টেম্বরে দোষীকে ফাঁসির সাজা শুনিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত। কিন্তু রায় ঘোষণা হলেও সে সাজা এখনো অধরাই। রোজ চোখের জল ফেলে অপেক্ষার প্রহর গুনছেন মা। বস্তুত, ২০২৩ এর ২১ অগাস্ট মাটিগাড়ায় নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়। এক বছর ১৭ দিনের মাথায় অর্থাৎ ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রায় ঘোষণা করে আদালত।
নির্যাতিতার মা কাঁদতে কাঁদতে বলেন, “মাথায় জটা রেখেছিলাম। আজও কাটিনি। কারণ আমার মনে আগুন এখনো জ্বলছে। আমরা অভিযুক্তের ফাঁসি চাই। কিন্তু সাজা কার্যকর কবে হবে? কেন করের টাকায় জেলে বসিয়ে রাখা হবে বছরের পর বছর?” একই সঙ্গে তিনি বলেন, “আরজি করের রায় আমাদের হতাশ করেছে। ওই ডাক্তার আমারও মেয়ে৷ এই রায় ভাল লাগেনি। ফাঁসির সাজাই দরকার। আর দরকার তা দ্রুত কার্যকর করা। তিলোত্তমার বাবা-মা কে বলব মনে সাহস রেখে রাস্তায় নামুন। হাল ছাড়বেন না।” তিনি এও বলেন, “মেয়েদের জন্ম দিচ্ছি মেরে ফেলার জন্য়? মেয়েদের প্রাণের দাম নেই? এত সস্তায় ছেড়ে দেব? আর দু’মাস দেখব। যদি ফাঁসির সাজা কার্যকর না হয় অনশনে বসব। দরকারে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট-রাষ্ট্রপতির কাছে যাব।”