AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Bengal Train: ভয় বাড়ছে উত্তরবঙ্গে! বাতিল একাধিক, ঘুরপথে চলছে অনেক দূরপাল্লার ট্রেন

North Bengal Train Update: বৃষ্টিতে ভয়ঙ্কর অবস্থা ডুয়ার্সের। বেশ কিছু জায়গায় সাড়ে তিনশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

North Bengal Train: ভয় বাড়ছে উত্তরবঙ্গে! বাতিল একাধিক, ঘুরপথে চলছে অনেক দূরপাল্লার ট্রেন
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Oct 05, 2025 | 4:19 PM
Share

শিলিগুড়ি: অবস্থা ভাল নয় উত্তরবঙ্গের। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদলে ফেলা হয়েছে। মূল বদলগুলিই হয়েছে আলিপুরদুয়ার ডিভিশনে। রেলের তরফে বিবৃতি দিয়ে সে কথা জানান হয়েছে। এখনও পর্যন্ত চারটি ট্রেন বাতিল করা হচ্ছে। তালিকায় রয়েছে নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-নিউ জলপাইগুড়ি যাত্রী স্পেশ্যাল, ধুবরি-শিলিগুড়ি ডেমু, শিলিগু়ড়ি-বামনহাট এক্সপ্রেস, শিলিগুড়ি – নিউ বঙ্গাইগাঁও ডেমু। 

কিছু ট্রেনের আবার যাত্রাপথ আবার সংক্ষেপিত করা হয়েছে। ১৫৭৬৮ আলিপুরদুয়ার জংশন – শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস বিন্নাগুড়ি পর্যন্ত আসবে। তবে বিন্নাগুড়ি থেকে আর শিলিগুড়ি পর্যন্ত যাবে না। একইসঙ্গে ৭৫৭৪১ শিলিগুড়ি জংশন – ধুবড়ি ডেমু গুলমা পর্যন্ত যাবে। গুলমা থেকে আর ধুবড়ি পর্যন্ত যাবে না। পাশাপাশি ৭৫৭২৬ নিউ বোঙ্গাইগাঁও – শিলিগুড়ি জংশন ডেমু নিউ কোচবিহার পর্যন্ত আসবে। কিন্তু নিউ কোচবিহার থেকে আর শিলিগুড়ি পর্যন্ত আসবে না। 

বদলে যাচ্ছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ 

অন্যদিকে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বদলানো হয়েছে। তালিকায় রয়েছে শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আলিপুরদুয়ার-দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস, কামাখ্যা-ডক্টর অম্বেডকর নগর এক্সপ্রেস, সাইরাং – খাগারিয়া স্পেশাল, অমৃতসর-নিউ তিনসুকিয়া, আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা এক্সপ্রেস, দিল্লি-আলিপুরদুয়ার জংশন এক্সপ্রেস, আলিপুরদুয়ার জংশন-শিলিগুড়ি জংশন এক্সপ্রেস। 

একটানা বৃষ্টিতে ভয়ঙ্কর অবস্থা ডুয়ার্সের। বেশ কিছু জায়গায় সাড়ে তিনশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কিছু জায়গায় একদিনে ২০০ মিমি-র বেশি বৃষ্টির আশঙ্কা। কমলা সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। একইসঙ্গে সিকিম ভুটানের জলে বিপদ ক্রমেই বাড়ছে। ফুঁসছে একের পর এক নদী।