Siliguri: মুখে মিষ্টি হাসি, স্যুট-বুট পরেই ঢুকে যেত বিয়েবাড়ি, সেই মনোজের কীর্তি ধরে ফেললেন অবসরপ্রাপ্ত সেনা
Siliguri: ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরের বাসিন্দা মনোজ চৌধুরী। তিনি পেশায় রং মিস্ত্রী। পুলিশ সূত্রে খবর, জানুয়ারি মাসে শিলিগুড়ির প্রধাননগরের এক বিয়ে বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটে।

শিলিগুড়ি: বিয়েবাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি। অতিথি সেজে ঢুকে পড়তেন। হাসি মুখে মিশে গিয়ে কথা বলতেন। এক কথায় কেউ ধরতেও পারতেন না যে তিনি অতিথি নন। আর তারপর ভিড়ে মিশে গিয়ে হাতিয়ে নিতেন দামি জিনিস। এইভাবেই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ওই যে… বিষয়টি নজর এড়ায়নি অবসরপ্রাপ্ত সেনা কর্মীর। তারপরই…
ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরের বাসিন্দা মনোজ চৌধুরী। তিনি পেশায় রং মিস্ত্রী। পুলিশ সূত্রে খবর, জানুয়ারি মাসে শিলিগুড়ির প্রধাননগরের এক বিয়ে বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের ছবি পায় পুলিশ। সেই ছবি দিয়ে পোস্ট করা হয় সামাজিক মাধ্যম। এরপর বিভিন্ন ভবন ও অনুষ্ঠান বাড়িতে প্রচার চালানো হয় পুলিশের তরফে। পাশাপাশি অভিযুক্তের উদ্দেশ্যে খোঁজ শুরু হয়।
এরই মাঝে রবিবার রাতে শিলিগুড়ির সেবক রোডের এক বিয়ে বাড়িতে অতিথি সেজে স্যুট বুট পরে হাজির হয় মনোজ। তবে এবার আর নিজের ‘প্ল্যানে’ সফল হয়নি অভিযুক্ত। তাকে দেখে চিনে ফেলেন এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। দেখা মাত্রই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গ্রেফতার করে। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।





