Pujoy Pulse 2025: ‘খেলেই সব চিন্তা দূর…’, পালস খেয়ে বললেন শিলিগুড়িবাসী
Pujoy Pulse 2025 in Durga Puja: চলতি বছর পুজোয় পালসের ক্যান্টারের থিম 'গোল-কা-মোল' বা গোলের মূল্য। পালস বলছে, গোল শুধুই একটা আকৃতি নয়, বরং আমাদের ঐতিহ্যেরও অংশ। দুর্গাপুজোয় প্রতিটি গোল জিনিসই এক একটা গল্প বলার ক্ষমতা রাখে। এই যেমন দুর্গা প্রতিমার কপালের টিপ কিংবা ফুল রাখার পাত্র।
শিলিগুড়ি: তৃতীয় বছরের ন্যায় চলছে পুজোয় পালসের জেলাওয়াড়ি সফর। ইতিমধ্যে কলকাতা পেরিয়ে ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা, রানাঘাট, বোলপুর, আসানসোল-সহ একাধিক এলাকা পেরিয়ে শিলিগুড়ি পৌঁছে গিয়েছে পালসের ক্যান্টার। মঙ্গলবার বৃষ্টি-বাদল যখন ঘিরে ধরেছে শহর তথা শহরতলি। সেই সময় উত্তরবঙ্গে পুজোর আমেজ ছড়িয়ে দিচ্ছে পালস।
চলতি বছর পুজোয় পালসের ক্যান্টারের থিম ‘গোল-কা-মোল’ বা গোলের মূল্য। পালস বলছে, গোল শুধুই একটা আকৃতি নয়, বরং আমাদের ঐতিহ্যেরও অংশ। দুর্গাপুজোয় প্রতিটি গোল জিনিসই এক একটা গল্প বলার ক্ষমতা রাখে। এই যেমন দুর্গা প্রতিমার কপালের টিপ কিংবা ফুল রাখার পাত্র। দিনশেষে সবগুলোই গোল। আর শুধু তাই নয়। কপালের জ্যোতি, ঢাকের আকৃতি, ধুনুচি, রসগোল্লা সবই গোল। আর এই প্রতিটির সঙ্গে জুড়ে রয়েছে বাঙালি তথা বাংলা আবেগ ও ঐতিহ্য। তাই গোল শুধুই কি একটা আকৃতি? নিশ্চয়ই নয়। এটা যেমন সময়ের প্রতীক, তেমনই ঐতিহ্যের। গোল পৃথিবীর গোলকধাঁধায় সবই গোল।
পালসের নতুন ক্যান্ডি ‘গোলমোল’ সেটাও গোল। দ্বিতীয় দিনের শিলিগুড়ি সফরে সেই গোলমোলই মানুষের হাতে তুলে দেবে পুজোয় পালসের ক্যান্টার। মঙ্গলবার শিলিগুড়ির আরও দুই জায়গায় থাকবে পুজোয় পালসের ক্যান্টার। সংস্থা তরফে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত শিলিগুড়ি পলিটেকনিক কলেজের সামনে থাকবে সেটি। তারপর সরাসরি চলে যাবে ম্য়ক্স বর্ধমানে রোডে। সেখানে থাকবে ৪টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।
পালসের নতুন ক্যান্ডি খেয়ে মানুষ কী বলছে?
টক-মিষ্টি তেঁতুলের স্বাদে মানুষের মন ভুলেছে। একজন যেমন বলছেন, ‘পালস খেয়ে সব গোলমাল হয়ে যাবে। আপনি সব চিন্তা ভুলে যাবেন।’ অন্য একজন আবার বললেন, ‘বেশ ভাবল খেতে। ছোট-বড় সবাই খেয়ে দেখতে পারে।’
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

