Siliguri: মধ্যপ্রদেশের কায়দায় অপারেশন, শিলিগুড়ি থেকে গ্রেফতার মহিলা গ্যাং
Siliguri: খবর পেয়ে পুলিশ গিয়ে প্রত্যেককে গ্রেফতার করে। পুলিশের দাবি, এই দলটি পরিকল্পনা করেই দল বেঁধে শিলিগুড়িতে এসে একাধিক মোবাইল চুরি করেছিল। তাঁদের দলের আরও কেউ শহরে রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শিলিগুড়ি: কোলে দুধের শিশু, মধ্যপ্রদেশের মহিলা মোবাইল চোরের দল গ্রেফতার এবার শিলিগুড়িতে। উদ্ধার দশটি মোবাইল। বৃহস্পতিবার বিকালে শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে মোবাইল চোরের দলের পাঁচ মহিলাকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তাঁদের সঙ্গে ছিল দুই দুধের শিশু ও এক নাবালক।
প্রাথমিকভাবে জেরায় পুলিশ জানতে পেরেছে, ধৃতদের প্রত্যেকের বাড়ি মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায়। তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে নামীদামি কোম্পানির দশটি মোবাইল ফোন। নিজেদের পরনের অন্তর্বাসে সেই মোবাইল ফোন ঢুকিয়ে নিয়ে বিক্রির উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরছিলেন তাঁরা।
খবর পেয়ে পুলিশ গিয়ে প্রত্যেককে গ্রেফতার করে। পুলিশের দাবি, এই দলটি পরিকল্পনা করেই দল বেঁধে শিলিগুড়িতে এসে একাধিক মোবাইল চুরি করেছিল। তাঁদের দলের আরও কেউ শহরে রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং জানিয়েছেন, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তাঁদের সঙ্গে থাকা মোবাইল কোথা থেকে এল, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শিলিগুড়ি শহরের একাধিক এলাকাতে টোটো, অটোর যাত্রীদের তরফ থেকে অভিযোগ আসছিল। মূলত মহিলারা অভিযোগ করছিলেন, কোলে শিশু নিয়ে এসে পাশে বসে থাকা মহিলারা টাকার পার্স, মোবাইল চুরি করে পালাচ্ছেন। পরনে সাদামাটা নোংরা জামাকাপড়, ভাষায় অবাঙালি পরিচয় পেলেও, এমন মানুষ শিলিগুড়ির আনাচে কানাচে প্রচুর বসবাস করে। কয়েকজন মহিলা তিনবাত্তি এলাকাতে ঘোরাঘুরি করছে বলে জানতে পারে পুলিশ। সেই মোতাবেক তল্লাশি চালায়। তাতেই ধরা পড়ে।





