TMC: নিজেদের প্রধানের বিরুদ্ধেই অনাস্থা তৃণমূলের! ভোটের আগে কী হচ্ছে ফাঁসিদেওয়ায়?
TMC: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। উত্তরের হারানো জমি পুনরুদ্ধারে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি। লোকসভার ভাল ফল বিধানসভায় ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এরইমধ্যে দলের সদস্যদেরই এই দাবিতে দলের অন্দরেই অস্বস্তি বেশ খানিকটা বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ।

শিলিগুড়ি: নিজেদের প্রধানের বিরুদ্ধেই অনাস্থা তৃণমূলের! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে। চর্চায় খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জিতলেও প্রধানের পদটি ছিল তফসিলি উপজাতির প্রার্থীর জন্য সংরক্ষিত। ওই আসনে জিতেছিলেন বিজেপির এক প্রার্থী। প্রধান পদে বসেছিলেন আলাক্সু লাকড়া। তবে খেলা ঘুরিয়ে দিয়েছিল তৃণমূল।
কিছু সময়ের মধ্যে আলাক্সু লাকড়াকে নিজেদের দলে টেনে নেয় তৃণমূল। খেলা এখানেই শেষ নয়। ওই সময়েই আরও এক বিজেপির জয়ী সদস্য লক্ষ্মী হেমব্রম তৃণমূলে আসেন। কিন্তু, পঞ্চায়েতের মেয়াদ আড়াই বছর পার হতে না হতেই এবার ফের গোলযোগ। পঞ্চায়েত সদস্যরা নিজেদেরই প্রধানের বিরুদ্ধে এনে ফেললেন অনাস্থা। তাঁদের একটা অংশের দাবি, লক্ষ্মীকে প্রধান করতে হবে। এ নিয়ে বিডিওকে অনাস্থার চিঠিও দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। তাতেই তৈরি হয়েছে নতুন জটিলতা।
এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। উত্তরের হারানো জমি পুনরুদ্ধারে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি। লোকসভার ভাল ফল বিধানসভায় ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এরইমধ্যে দলের সদস্যদেরই এই দাবিতে দলের অন্দরেই অস্বস্তি বেশ খানিকটা বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ। ফাঁসিদেওয়া বিধানসভার অন্তর্গত এই গ্রাম পঞ্চায়েতের কোন্দলের পরিস্থিতি প্রভাব ফেলবে না তো ছাব্বিশের ভোটে? প্রকাশ্যে কিছু না বললেও সিঁদুরে মেঘ দেখছেন দলেরই অনেকে। ওই এলাকায় বিজেপির দখলে থাকা বিধানসভা আসন এবার নিজেদের দখলে আনতে মরিয়া ঘাসফুল শিবির। সেই সময়কালেই প্রধান ঘিরে কাজিয়া নিয়ে খোঁজখবর নিচ্ছেন দলের শীর্ষ নেতারাও। এখন দেখার জল কোনদিকে গড়ায়।





