Police Constable: পুলিশ হবেন, অন্যের ‘জুয়াচুরি’ ধরবেন! অথচ তাঁদের হয়ে পরীক্ষায় বসলেন ভুয়ো পরীক্ষার্থী
Fake Examinee: এদিন কলকাতার বিধাননগর উত্তর থানার পুলিশও সাতজন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করে। তাঁরাও কনস্টেবল পদে পরীক্ষা দিতেই এসেছিলেন।
শিলিগুড়ি: পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে এসে গ্রেফতার হলেন ১১ জন ভুয়ো পরীক্ষার্থী। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় আসল পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষায় বসে গ্রেফতার হন এই ১১ জন। রবিবার শিলিগুড়ির প্রধানননগর থানা এলাকায় মোট সাতজন ও মাটিগাড়া থানা এলাকা থেকে চারজন ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ১১ জনই উওরবঙ্গের বিভিন্ন জেলার পরীক্ষার্থীদের জন্য টাকার বিনিময়ে পরীক্ষা দিতে বসেছিলেন।
পরীক্ষা ছিল রবিবার। গত শনিবারই তাঁরা শিলিগুড়ি পৌঁছে যান। পরীক্ষা দিতে এসেছেন, তাঁদের উপরই নির্ভর করছে আরও ১১ জনের সরকারি মাস মাইনে নিশ্চিত করা। কার্যত জামাই আদরে রাখা হয় তাঁদের। শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল। এমনকী তাঁদের খাওয়াদাওয়া থেকে বিনোদনের ব্যবস্থাও আসল পরীক্ষার্থীদের পরিবারের সদস্যরা করেছিলেন বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে পুলিশও প্রথম থেকেই বেশ তৎপর ছিল। সূত্রের দাবি, পুলিশের কাছে আগেই খবর ছিল, বাইরে থেকে ভুয়ো পরীক্ষার্থী এসেছে। সেইমতই চলে অভিযান। যদিও এর বেশি কিছু এখনই পুলিশের শীর্ষকর্তারা জানাতে চাইছেন না।
অন্যদিকে এদিন কলকাতার বিধাননগর উত্তর থানার পুলিশও সাতজন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করে। তাঁরাও কনস্টেবল পদে পরীক্ষা দিতেই এসেছিলেন। বিধাননগর লবণহ্রদ বিদ্যাপীঠে পরীক্ষা শুরু হওয়ার আগে অ্যাডমিট কার্ড খতিয়ে দেখার সময়ই সন্দেহ হয় পরীক্ষকদের। প্রশ্ন করা হলে, পরীক্ষার্থীরা বাবার নাম, ঠিকানা পর্যন্ত বলতে পারছিলেন না। নাম বলতে গিয়েও হকচকিয়ে যান। তাতেই সন্দেহ প্রবল হতে দু’জনকে আটক করা হয়। তাঁরাও বিহারেরই বাসিন্দা। পাশাপাশি বিধাননগর বিডি স্কুল থেকে আরও পাঁচজনকে আটক করা হয়। তাঁরাও অন্যের পরীক্ষা দিতে আসেন। পুলিশের অনুমান, এই ঘটনায় বড়সড় কোনও চক্র কাজ করতে পারে। খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের আটক করা হয়েছে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।