Dhupguri: ‘আগুন…আগুন’, জমি নিয়ে ঝামেলার জেরে ভয়াবহ ঘটনা ধূপগুড়িতে
Dhupguri: কাদ্দুস আলির অভিযোগ, তিনি বাড়িতে না থাকার সময় আব্দুল অহেদ ও তাঁর দলবল নিয়ে হাজির হন তাঁর বাড়িতে। ধারাল অস্ত্র নিয়ে বাড়িতে থাকা মহিলাদের হুমকি দেয়। এবং বাড়িতে থাকা খড়ের গাদায় আগুন লাগিয়ে জমিতে সমস্ত ফসল নষ্ট করে পালিয়ে যায়।

ধূপগুড়ি: জমি বিবাদকে কেন্দ্র করে বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। নষ্ট করা হল চাষের ক্ষেত। চাঞ্চল্য জলপাইগুড়ির ধূপগুড়ির মহাকুমার পূর্ব আলতা গ্রাম এলাকায়।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দা কুদ্দুস আলি ও আবদুল অহেদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমিকে কেন্দ্র করে বিবাদ চলছিল। এই নিয়ে মামলার জল গড়ায় আদালত পর্যন্তও।
কাদ্দুস আলির অভিযোগ, তিনি বাড়িতে না থাকার সময় আব্দুল অহেদ ও তাঁর দলবল নিয়ে হাজির হন তাঁর বাড়িতে। ধারাল অস্ত্র নিয়ে বাড়িতে থাকা মহিলাদের হুমকি দেয়। এবং বাড়িতে থাকা খড়ের গাদায় আগুন লাগিয়ে জমিতে সমস্ত ফসল নষ্ট করে পালিয়ে যায়। তারপর দমকলকর্মীদের খবর দেওয়া হলে তারা এসে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান কুদ্দুস।
অপরদিকে, আব্দুল অহেদ আবার জানান, তাঁর অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি বলেন, “আমরা কুদ্দুসের বাড়িতে যাইনি। আমরা জমিতে গিয়েছিলাম ঘাস কাটতে। ওরাই দলবল নিয়ে আমাদের উপড় চড়াও হন। এবং তাদের নিজের বাড়িতে থাকা খড়ের গাদায় নিজেরাই আগুন লাগিয়ে দেন। আমরা কেউ যাইনি। আমরাও থানায় অভিযোগ করবো।”

