Bardhaman Chaos: তৃণমূলের দুই গোষ্ঠী ঝামেলা, বোমাবাজির জেরে অশান্ত গলসি
Bardhaman Chaos: বুধবার বর্ধমানের তৃণমূল কংগ্রেসের একটি সভার জন্য গ্রামে কর্মিসভা করছিলেন রহমত মোল্লার লোকজন। সেই সময় অপর গোষ্ঠীর বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, একই সঙ্গে ইট পাটকেলও ছোড়া হয় । ইটের আঘাতে মাথা ফাটে শেখ মনিরুলের। আহতকে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়।
গলসি: শাসকদলের গোষ্ঠী কোন্দলের জের। বোমাবাজি পূর্ব বর্ধমানের গলসিতে। যার জেরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। বোমাবাজির ঘটনায় আহত হন এক তৃণমূল কর্মী। নাম শেখ মনি। মঙ্গলবার সন্ধ্যে গলসির ১ নম্বর ব্লকের জাগুলি পাড়া গ্রামে বিধায়ক ঘনিষ্ঠ রহমত মোল্লার গোষ্ঠী লোকজন ও ব্লক সভাপতি ঘনিষ্ঠ শেখ আবুবক্কর লোকজনের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে খবর।
বুধবার বর্ধমানের তৃণমূল কংগ্রেসের একটি সভার জন্য গ্রামে কর্মিসভা করছিলেন রহমত মোল্লার লোকজন। সেই সময় অপর গোষ্ঠীর বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, একই সঙ্গে ইট পাটকেলও ছোড়া হয় । ইটের আঘাতে মাথা ফাটে শেখ মনিরুলের। আহতকে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতির জন্য তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পরই গ্রামে পৌঁছয় গলসি থানার পুলিশ। ঘটনায় অভিযুক্তদের খোঁজে গ্রামে তল্লাশি শুরু করে তাঁরা। অশান্তি এড়াতে গ্রামে মোতায়েন করা রয়েছে পুলিশ বাহিনী। জানা যাচ্ছে ইতিমধ্যে কয়েকজন আহতও হয়েছে। তবে বোমাবাজির ঘটনা নিয়ে দু’পক্ষের কারোর প্রতিক্রিয়া মেলেনি। গ্রামবাসী বজরা আলম বলেন, “হঠাৎ করে বোমার শব্দ শুনতে পেয়েছি। হইহই শুনলাম। বেরিয়ে এসে দেখলাম তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলা চলছে।”