Politicians in Dol: লাভলি থেকে শওকত, সুকান্ত থেকে সুজিত! সকাল থেকেই রংবাজি রাজনীতিকদের
Politicians in Dol: জীবনতলার মঠের দীঘিতে বসন্ত উৎসবে মাতলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। মঠেরদীঘি বিদ্যুৎ সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এ বছরও বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সেখানেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বসন্ত উৎসবে মাতলেন শওকত।

বালুরঘাট: বসন্তে মাতোয়ারা বঙ্গবাসী। দোলের রঙে সেজে উঠলেন রাজনীতিকরাও। দিকে দিকে চলল সেলিব্রেশন। সুকান্ত মজুমদার থেকে লাভলী মৈত্র, অগ্নিমিত্রা পাল থেকে শওকত মোল্লা, বাদ গেলেন না কেউই। এদিন সকালেই কলকাতা থেকে বালুরঘাটে ফিরেছেন। ফিরেই দোল উৎসবে মাতলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমে চকভবানী কালিবাড়ি প্রাঙ্গণে চলা দোলের অনুষ্ঠানে যান। সেখান থেকে সোজা চলে যান নিউ টাউন ক্লাবের কাছে। পরে দিপালী নগর মাঠে দোলের উদযাপনে সামিল হন।
দোলের রঙে রঙিন হলেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোলের কল্যাণপুর হাউজিং থেকে রবীন্দ্রভবন পর্যন্ত দোলের শোভাযাত্রায় অংশ নেয়। অন্যদিকে এদিন সকালে পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে দোল উৎসবে মাতলেন অভিনেত্রী বিধায়ক লাভলী মৈত্রও।
অন্যদিকে জীবনতলার মঠের দীঘিতে বসন্ত উৎসবে মাতলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। মঠেরদীঘি বিদ্যুৎ সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এ বছরও বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সেখানেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বসন্ত উৎসবে মাতলেন শওকত। সারা বছরের চেনা ব্যস্ত শিডিউল ছেড়ে হোলির দিন অন্যরকম ভাবে কাটাতে দেখা গেল রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকেও। মুকুটমনিপুরে পলাশ উৎসবে যোগ দিলেন। শুধু নিজে আবির মাখলেন তাই নয়, নিজে হাতে রাঙিয়ে দিলেন অন্যদেরও। অন্যদিকে লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্থানীয় বাসিন্দার সঙ্গে রংয়ের উৎসবে মেতে উঠতে দেখা গেল সুজিত বসুকেও।





