BJP Joining: তৃণমূল ছেড়ে বিজেপিতে ১৫ সংখ্যালঘু পরিবার
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের হাত ধরে আরামবাগের গৌরহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামের ১৫ টির বেশি সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল।

আরামবাগ: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় ১৫ টি সংখ্যালঘু পরিবার। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের হাত ধরে আরামবাগের গৌরহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামের ১৫ টির বেশি সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল। তাঁদের হাতে পতাকা তুলে দিল আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ। ওই সংখ্যালঘু পরিবারের সদস্যরা জানিয়েছেন, তৃণমূলের দলের দুর্নীতির কারণে রাস্তাঘাটের উন্নতিও হয়নি বরং রাস্তাঘাটের জন্য বরাদ্দ টাকা পকেটে পুড়েছে তৃণমূলের নেতারা। দিনের পর দিন তাঁরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে বলে অভিযোগ করেছেন। তাই শাসকদলের উপর ক্ষোভে উগরে ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। শুধুমাত্র এলাকার উন্নয়নের স্বার্থেই এই দলবদল বলে দাবি তাঁদের।
বিজেপিতে যোগদানের পর যোগদানকারীরা জানিয়েছেন, এনআরসি-র কথা বলে তাঁদের মনে ভয় ঢোকানো হয়েছিল। বাংলাদেশ বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের দাবি, যেহেতু তাঁরা ভারতীয় তাই তাঁদের কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছে বিজেপি। সে জন্যই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন। এ নিয়ে বিজেপি নেতা বিমান ঘোষ বলেছেন, “ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘুদের বিরুদ্ধে এই ভুল ভেঙেছে। সবকা সাথ সবকা বিকাশের কথা মানুষ বুঝতে পারছে। সে জন্যই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে সংখ্যালঘুরা বিজেপির ছাতার তলায় আসছে।”
এই যোগদানের প্রসঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি স্বপন নন্দী বলেন “বিজেপি টাকা পয়সার লোভ দেখিয়ে কিছু লোকজনকে দলে আনছে। পতাকা ধরিয়ে নাটক করছে। যাঁরা যাচ্ছেন তাঁরা নিজেরাই পরে ভুল বুঝতে পারবে আবার তৃণমূলে ফিরে আসবে।”
