Arambagh: আরামবাগে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু! নেপথ্যে SIR আতঙ্ক, দাবি তৃণমূলের

| Edited By: জয়দীপ দাস

Nov 09, 2025 | 4:44 PM

SIR in Bengal: তৃণমূল নেতারা বলেন, বিগত কয়েকদিন ধরেই এসআইআর নিয়ে খুবই চিন্তায় ছিলেন ওই বৃদ্ধ। চিন্তার ছাপ পড়েছে শরীরে। কিন্তু মৃতের বউমা-ছেলে যদিও এসআইআরের তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দেন। বৌমা বলেন, ওসব ভুয়ো খবর।

আরামবাগ: এসআইআর আতঙ্কেই মৃত্যু। দাবি তৃণমূলের। কিন্তু পরিবারের সদস্যরা বলছেন অন্য কথা। শনিবার সকালে আরামবাগের মোহনপুরে অসুস্থতার জেরে মৃত্যু হয় এক বৃদ্ধের। আর তাতেই জুড়ে যায় এসআইআর তত্ত্ব। তৃণমূল নেতারা বলেন, বিগত কয়েকদিন ধরেই এসআইআর নিয়ে খুবই চিন্তায় ছিলেন ওই বৃদ্ধ। চিন্তার ছাপ পড়েছে শরীরে। কিন্তু মৃতের বউমা-ছেলে যদিও এসআইআরের তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দেন। বৌমা বলেন, ওসব ভুয়ো খবর। এসআইআরের কোনও ব্যাপার নেই। এ নিয়ে চাপানউতোরের মধ্যেই বিজেপি বলছে, মৃত্যু নিয়ে আসলে নোংরা রাজনীতি করতে চাইছে তৃণমূল।