Arambagh: হিমঘরের পচা আলুর গন্ধে টেকা দায়! বারবার বলার পড়েও নড়েনি টনক, শেষে চরম সিদ্ধান্ত আরমবাগের স্কুল পড়ুয়াদের
Arambagh: স্কুলের ছোট ছোট পড়ুয়াদের এদিন রাস্তায় গুঁড়ি ফেলে অবরোধ করতে দেখা যায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। পুলিশ এসে অবরোধ তুলে তুলে দেওয়ার চেষ্টা করে। উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
আরামবাগ: হিমঘরের ফেলা রাখা পচা আলু-পেঁয়াজের তীব্র দুর্গন্ধে টেকা দায়! পাশেই স্কুল, জনবসতি। কিন্তু, বারবার বলা সত্ত্বেও টনক নড়েনি হিমঘর কর্তৃপক্ষের। অভিযোগ, স্থানীয় প্রশাসন-পঞ্চায়েতে জানিয়েও হয়নি কোনও কাজ। শেষে বাধ্য হয়ে আন্দোলনের পথে হাঁটলেন এলাকার লোকজন। যোগ দিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়ারা। চলল রাস্তা অবরোধ। অবরুদ্ধ হয়ে পড়ল আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক। ব্যাপক যানজট এলাকায়। এলাকায় উত্তেজনা।
আরামবাগের হরিণখোলা এলাকার হরাদিত্য। এখানেই রয়েছে মোহিনি কোল্ড স্টোরেজ। এলাকার লোকজনের অভিযোগ, হিমঘর থেকে প্রচুর পচা-আলু পেঁয়াজ বাইরে ফেলে রাখা হয়েছে। দুর্গন্ধে ঢেকেছে এলাকা। বারবার বলার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণেই এদিন হিমঘরের সামনে স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকেরা অবস্থান বিক্ষোভে সামিল হলেন।
স্কুলের ছোট ছোট পড়ুয়াদের এদিন রাস্তায় গুঁড়ি ফেলে অবরোধ করতে দেখা যায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। পুলিশ এসে অবরোধ তুলে তুলে দেওয়ার চেষ্টা করে। কিছু সময়ের জন্য পুলিশের সঙ্গে তর্কাতর্কিও করতে দেখা যায় এলাকার বেশ কিছু বাসিন্দাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় হরিনখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা পার্থ হাজারি। তিনিও কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। এরইমধ্যে স্টোর ম্যানেজারের সঙ্গে ধাক্কাধাক্কিও শুরু হয়ে যায় এলাকার লোকজনের। শেষে পুলিশি হস্তক্ষেপে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।