AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhar Fraud: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ১ লাখ, আধার জালিয়াতির ছাপ আরামবাগে?

Aadhar Fraud: প্রসঙ্গত, সম্প্রতি একই ঘটনার শিকার হয়েছেন মুর্শিদাবাদের কান্দির প্রতিমা রক্ষিত। তিনি আবার অসমের রেলের হাসপাতালে কাজ করেন। তাঁর অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একই কায়দায় টাকা সাফ করা হয়েছে বলে অভিযোগ। একই ছবি দেখা গিয়েছে কাঁথিতেও।

Aadhar Fraud: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ১ লাখ, আধার জালিয়াতির ছাপ আরামবাগে?
অবসরপ্রাপ্ত সরকারি কর্মী পারিজাত পরামানিকImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 8:36 PM
Share

আরামবাগ: আধার কার্ডকে হাতিয়ার করেই হ্যাক হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার অজান্তেই তুলে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। বিগত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসছে এই খবর। এবার দুষ্কৃতীদের খপ্পরে পড়ে প্রায় ১ লক্ষ টাকা হারিয়ে ফেললেন আরামবাগের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। অভিযোগ, একবার বা দু’বার নয়, গত একমাস ধরে ৯ দফায় ১০ হাজার টাকা করে ওই ব্যক্তির অ্য়াকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে মোট ৯০ হাজার টাকা। তাতেই আতঙ্কে তাঁর গোটা পরিবার। 

আরামবাগের সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপাট গ্রামে বাড়ি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী পারিজাত পরামানিকের। স্থানীয় একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে পেনশনের অ্যাকাউন্ট রয়েছে তাঁর। হ্যাকারদের কবলে পড়ে সাফ হয়ে গিয়েছে সেই অ্যাকাউন্ট। পারিজাতবাবু জানাচ্ছেন, প্রতিমাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে তিনি ব্যাঙ্কে পেনশনের টাকা তুলতে যান। সেই টাকাতেই চলে সংসার। বুধবারও সেই কাজে গিয়েছিলেন ব্যাঙ্কে। কিন্তু, ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখতেই চোখ কপালে উঠে যায় তাঁর। দেখেন অগস্ট মাসে ৪ দফায় ও সেপ্টেম্বর মাসে ৫ দফায় প্রতিবার ১০ হাজার টাকা করে তুলে নেওয়া হয়েছে তাঁর অ্য়াকাউন্ট থেকে। তা দেখেই চোখ কপালে উঠে যায় তাঁর। উত্তর দিতে পারেন না ব্যাঙ্ক কর্মীরাও। 

তাঁর মতে, আধার কার্ড ও ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করেই তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে টাকা। ইতিমধ্যেই তিনি ব্যাঙ্ক ম্যানেজারের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। আরামবাগ থানার মাধ্যমে সাইবার পুলিশের কাছেও জানিয়েছেন অভিযোগ। কিন্তু, আদৌও আর টাকা ফেরত পাবেন কিনা এখন তা ভেবেই চিন্তায় দিন কাটছে তাঁর। প্রসঙ্গত, সম্প্রতি একই ঘটনার শিকার হয়েছেন মুর্শিদাবাদের কান্দির প্রতিমা রক্ষিত। তিনি আবার অসমের রেলের হাসপাতালে কাজ করেন। তাঁর অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একই কায়দায় টাকা সাফ করা হয়েছে বলে অভিযোগ। একই ছবি দেখা গিয়েছে কাঁথিতেও। প্রতারণার শিকার হয়েছেন কাঁথির দলিল লেখক তপন সামন্ত। তাঁর অ্য়াকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে ৩০ হাজার টাকা।