AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC MLA: সংস্কার হচ্ছে না বেহাল রাস্তা, সরকারি দফতরের ‘নিস্ক্রিয়তায়’ ক্ষোভ উগরে ধরনায় শাসকদলের বিধায়ক

TMC MLA: এদিকে এদিন সকালে রাস্তার কাজ শুরু হলেও কাজের গতি দেখে আরও ক্ষেপে যান বিধায়ক। রাস্তাতেই বসে পড়েন ধরনায়। দ্রুত ঠিকভাবে রাস্তা সংস্কার না হলে উঠবেন না বলেও জানান। ফোন করেন জেলাশাসক মুক্তা আর্যকে।

TMC MLA: সংস্কার হচ্ছে না বেহাল রাস্তা, সরকারি দফতরের ‘নিস্ক্রিয়তায়’ ক্ষোভ উগরে ধরনায় শাসকদলের বিধায়ক
কী অভিযোগ অসিতের? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 20, 2024 | 2:15 PM
Share

চুঁচুড়া: সংস্কার হয়নি রাস্তা। বেঁধে দিয়েছিলেন সময়। তারপরেও হয়নি কাজ। তাতেই ক্ষোভে ফেটে পড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বসে পড়লেন ধরনায়। প্রসঙ্গত, তোলাফটক থেকে সাঁকোমোড় পর্যন্ত রাস্তার অবস্থা খারাপ দীর্ঘদিন থেকেই। একদিন আগেই কেএমডিএ, পূর্ত দফতরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অসিত। কিন্তু, কাজের কাজ কিছু না হাওয়াতে এবার নতুন করে ক্ষোভ উগরে দিলেন তিনি। করলেন গুরুতর অভিযোগ। দুর্ভোগ বাড়লেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন হচ্ছে না সংস্কার এদিন সেই প্রশ্ন আগেই একাধিকবার তোলেন তিনি। 

এদিকে এদিন সকালে রাস্তার কাজ শুরু হলেও কাজের গতি দেখে আরও ক্ষেপে যান বিধায়ক। রাস্তাতেই বসে পড়েন ধরনায়। দ্রুত ঠিকভাবে রাস্তা সংস্কার না হলে উঠবেন না বলেও জানান। ফোন করেন জেলাশাসক মুক্তা আর্যকে। সেখানেও তিনি কেএমডিএ ও পূর্ত দফতরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন। 

এ প্রসঙ্গে অসিতবাবু বলেন, “আমরা কেএমডিএ-কে অনুরোধ করেছিলাম রাস্তার কাজ শুক্রবারের মধ্যে শেষ করার জন্য। আজ সোমবার। এখনও রাস্তার কাজ শেষ হয়নি। আজ সকালে এসে দেখি একটা লোক কাজে লেগেছে। আর কোনও লোক নেই। তারপরেই আমি ডিএম, এসডিও কে ফোন করি। ওরা বলা আজকের মধ্যে শেষ করব। কথা দিলাম। কিন্তু, আমি ওদের কথা বিশ্বাস করি না। আমি সে কারণেই ধরনায় বসেছি।”