AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bandel: ঝুলিয়ে দিল তালা, ব্যান্ডেলে বন্ধ করে দেওয়া হল স্কুল

Bandel: স্কুলের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস বলেন,"গত ২৫ তারিখে নোটিস দিয়েছিল রেল। আমরা কিছুটা সময় চেয়েছিলাম। ডিআরএম-এর সঙ্গেও দেখা করেছি। হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে।"

Bandel: ঝুলিয়ে দিল তালা, ব্যান্ডেলে বন্ধ করে দেওয়া হল স্কুল
স্কুলে ঝুলল তালাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 06, 2025 | 10:02 AM
Share

ব্যান্ডেল: গেটে ঝুলছে তালা। আচমকাই বন্ধ হয়ে গেল স্কুল। যার জেরে বিপাকে স্কুলের পড়ুয়ারা। ভবিষ্যত কী হবে এই সকল শিশুদের? পড়ুয়াদের নিয়ে রাস্তায় নামলেন অভিভাবকরা।

হুগলির ব্যান্ডেল রেল স্টেশনের পাশে রয়েছে একটি বেসরকারি স্কুল। এই বেসরকারি স্কুল গত চার দশকেরও বেশি সময় ধরে চলছিল। একটা সময় ছিটে বেড়ার ঘর ছিল। তারপরেও স্কুল চলতে থাকে। অনেক ছাত্র ছাত্রী এই স্কুল থেকে পরে পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই প্রাক্তনীরাও স্কুল বন্ধ হয়েছে খবর পেয়ে চলে আসেন বৃহস্পতিবার।

অভিভাবক ও প্রাক্তনীদের অভিযোগ, “রেল হঠাৎ করে স্কুল বন্ধ করে দিল। এখন বাচ্চারা যাবে কোথায়? ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে। সেখানে তাহলে এই বাচ্চাদের নেওয়া হোক?নাহলে বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়া হোক।”

স্কুলের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস বলেন,”গত ২৫ তারিখে নোটিস দিয়েছিল রেল। আমরা কিছুটা সময় চেয়েছিলাম। ডিআরএম-এর সঙ্গেও দেখা করেছি। হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে।” এরপর এ দিন, অভিভাবকদের সরাতে ঘটনাস্থলে আসে আরপিএফ ও ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ।

পূর্বরেল সূত্রে খবর,রেলের জায়গায় বেআইনি দখলদারী উচ্ছেদ করা হচ্ছে। ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যারা অবৈধ ভাবে বসবাস করছে তাঁদেরও উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। ব্যান্ডেল জংশন স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে রেল। তার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান,বেআইনি ভাবে দখল করে রাখা জায়গা উচ্ছেদ করা হচ্ছে আইনি ভাবে।