Khanakul: ‘মুখ্যমন্ত্রীর নামে খারাপ কথা শুনব না, তাতে চলে যেতে হলে চলে যাব’, BJP বিধায়ককে উত্তর BDO-র
CM Mamata Banerjee: হুগলির খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা খানাকুল ১ বিডিওর সঙ্গে এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আসেন। তাঁদের প্রশ্ন, কেন কাজ হয়নি? তা নিয়েই এ দিন একটি বৈঠক করতে গিয়েছিলেন। অভিযোগ, বৈঠক চলাকালীন খানাকুল ১ বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের সঙ্গে তর্ক-বিতর্কে জড়ান খানাকুলের বিজেপি বিধায়ক।

খানাকুল: বিডিওর সঙ্গে তুমুল বাক-বিতণ্ডা বিজেপি বিধায়কের। সরকারি আধিকারিককে তৃণমূলের ‘দলদাস’ বলতেই প্রতিবাদ বিডিওর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও খারাপ কথা শুনবেন না তিনি। পরিষ্কার জানিয়েছেন বিডিও।
হুগলির খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা খানাকুল ১ বিডিওর সঙ্গে এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আসেন। তাঁদের প্রশ্ন, কেন কাজ হয়নি? তা নিয়েই এ দিন একটি বৈঠক করতে গিয়েছিলেন। অভিযোগ, বৈঠক চলাকালীন খানাকুল ১ বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের সঙ্গে তর্ক-বিতর্কে জড়ান খানাকুলের বিজেপি বিধায়ক।
বিধায়কের দাবি, খানাকুল ১ বিডিও প্রশাসনের চেয়ারে বসে তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছেন। এমন কথা শুনতেই ক্ষিপ্ত হয়ে যান বিধায়ক। মুখ্যমন্ত্রীর নামে কেন কু কথা বলবেন বিধায়ক? এই নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। বিডিওকে বলতে শোনা যায়, “আপনাদের কোনও অধিকার নেই মুখ্যমন্ত্রীর নামে খারাপ মন্তব্য করার।তাতে যদি চলে যেতে হয় এই প্রতিবাদের জন্য আমি চলে যাব। আমার ব্যাগ গোছানোই থাকে।”
এরপরই বিডিও অফিস চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পাশাপাশি খানাকুল ১ বিডিওর নেতৃত্বে অস্থায়ী কর্মীদের দিয়ে ভোটার তালিকার কাজ করানো হচ্ছে বলে অভিযোগ তোলেন খানাকুল বিধায়ক। পালটা ব্লকের কর্মীদের মোনোবল ভাঙছেন বিধায়ক বলে সুরচড়িয়েছে খানাকুল ১ বিডিও অরিন্দম মুখোপাধ্যায়।
