Rachana Banerjee: ‘হুগলির মানুষের জন্য একদিন আর ব্যবসার জন্য ২৯ দিন’, রচনা শাড়ির স্টল দিতেই কটাক্ষ বিজেপির

Rachana Banerjee: রচনা ক্রিয়েশান নামে বুটিক শাড়ির ব্যবসা রয়েছে সাংসদের। পাশাপাশি রচনা কেয়ার নামে বিউটি প্রডাক্টের ব্যবসাও রয়েছে। এই সব নিয়েই আগামীতে পাকাপাকি দোকান করার ভাবনাও রয়েছে রচনার।

Rachana Banerjee: ‘হুগলির মানুষের জন্য একদিন আর ব্যবসার জন্য ২৯ দিন’, রচনা শাড়ির স্টল দিতেই কটাক্ষ বিজেপির
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Jan 24, 2025 | 9:22 PM

হুগলি: চুঁচুড়া বিধানসভা উৎসবে শাড়ি ও বিউটি প্রডাক্টের স্টল দিয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যাঁরা কিনবেন তাঁরাই পাবেন ১০ শতাংশ ছাড়। এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলছে আকর্ষণীয় ছাড়। বিনামূল্যে পাওয়া যাবে শাড়ি। সাংসদের এই উদ্যোগে ব্যাপক শোরগোল শুরু হয়েছে হুগলির রাজনৈতিক মহলে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তীব্র আক্রমণ শানিয়েছেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ।

সুরেশের কথায়, “সাংসদদের সৌন্দর্য মানবসেবায়। আর আমাদের সাংসদ ব্যস্ত হয়ে গিয়েছেন নিজের সেবায়। চুঁচুড়া উৎসবে আমাদের সাংসদ নিজের ব্যবসার ঝুলি নিয়ে হাজির হয়ে গিয়েছেন।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “জীবনের চলার পথে রোজগার অবশ্যই দরকার। কিন্তু, হুগলি লোকসভার মানুষের জন্য তার কাছে মাসে একটা দিন সময় আর নিজের ব্যবসার জন্য বাকি ২৯টা দিন।” তাঁর দাবি, আসলে হুগলি লোকসভার মানুষের সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে।

প্রসঙ্গত, রচনা ক্রিয়েশান নামে বুটিক শাড়ির ব্যবসা রয়েছে সাংসদের। পাশাপাশি রচনা কেয়ার নামে বিউটি প্রডাক্টের ব্যবসাও রয়েছে। এই সব নিয়েই আগামীতে পাকাপাকি দোকান করার ভাবনাও রয়েছে সাংসদের। নিজেই জানিয়েছেন সে কথা। তাঁর কথায়, বিধায়ক অসিত মজুমদার তাঁকে বলেছিলেন একটা স্টল দিতে। তাই তিনি স্টল দিয়েছেন।