AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF Captures Pak Ranger: ‘…আপনারা আমাদের রেঞ্জারকে ছেড়ে দিন, আমরা আপনাদের জওয়ানকে ফেরত দিয়ে দেব’

BSF Captures Pak Ranger: রবিবার টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রজনী বলেন, "BSF থেকে আমাদের একবার ফোন করা হয়েছিল। ওঁরা বলেছেন চিন্তা করার কোনও কারণ নেই। উপর মহল পর্যন্ত কথা হয়েছে। খুব শীঘ্রই ওঁকে ছাড়া হবে।"

BSF Captures Pak Ranger: '...আপনারা আমাদের রেঞ্জারকে ছেড়ে দিন, আমরা আপনাদের জওয়ানকে ফেরত দিয়ে দেব'
বাঁদিকে পূর্ণমের স্ত্রী, মাঝে বিএসএফ জওয়ান পূর্ণম ও ডানদিকে পাক রেঞ্জারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2025 | 4:05 PM
Share

কলকাতা: প্রায় তেরো দিন হতে চলল এখনও পাকিস্তানে বন্দি রয়েছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। এখনও ছাড়েনি তাঁকে। ইতিমধ্য়েই জওয়ানের পরিবারের উৎকণ্ঠায় ভুগছেন। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ ঘুরে এসেছেন পাঠানকোট থেকে। এই আবহের মধ্যেই শনিবার পাকিস্তানের নোংরা ‘খেলা’ ঘুরিয়ে দিয়েছে BSF। ভারতের সীমানায় ঢুকে পড়া এক পাক রেঞ্জারকে রাজস্থান থেকে আটক করেছে আধা সেনা। এদিকে, পাক রেঞ্জারের আটক হওয়ার এই খবর কানে পৌঁছতেই বাংলার জওয়ানের স্ত্রী রজনী খানিকটা আশার আলো দেখছেন। তিনি মনে করছেন এবার হয় নিজের দেশের রেঞ্জারকে ফিরে পেতে পূর্ণমকে ছেড়ে দেবে পাকিস্তান।

রবিবার টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রজনী বলেন, “BSF থেকে আমাদের একবার ফোন করা হয়েছিল। ওঁরা বলেছেন চিন্তা করার কোনও কারণ নেই। উপর মহল পর্যন্ত কথা হয়েছে। খুব শীঘ্রই ওঁকে ছাড়া হবে।” এরপর একটু আশ্বস্ত হয়ে তিনি বলেন, “শনিবারের এই খবরটা পেয়েছি মিডিয়ার মাধ্যমে। এবার একটু আশার আলো দেখতে পাচ্ছি। এবার নিশ্চয়ই হয়ত কিছু অ্যাকশন নেওয়া হবে। এতদিন ভারত থেকে বারবার ফ্ল্যাগ মিটিং হলেও পাকিস্তান থেকে কোনও উত্তর আসছিল না। এখন তো পাকিস্তানের রেঞ্জার ধরা পড়েছে। এবার ওরাও ফ্ল্যাগ মিটিং করবে। তখন হয়ত বলবে, আপনারা আমাদের রেঞ্জারকে ছেড়ে দিন, আমরাও আপনাদের জওয়ানকে ফেরত দিয়ে দেব।”

তেরো দিন ধরে পাকিস্তানে আটকে রয়েছেন বাংলার ছেলে তথা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এই আবহে গতকাল রাজস্থানের ফোর্ট আব্বাসে পাকিস্তানের জওয়ানকে তুলে নিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষীরা। রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পড়শি দেশ। সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেখানে পাক জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলেন পাক রেঞ্জার্সরা। তবে তাতে গুরুত্ব দেয়নি BSF। এর আগে পাকিস্তানের সীমানায় ভুল করে ঢুকে গিয়েছিলেন পূর্ণম। তখন ভারত ফ্ল্যাগ মিটিং করলেও জওয়ানকে ছাড়েনি পাকিস্তান। এবার পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়ে দিল ভারত।