Konnagar: ঝালমুড়ি বিক্রির নামে মহিলার নিতম্বের ছবি তোলার অভিযোগ, কোন্নগরে গ্রেফতার সিপিএম নেতার ছেলে
Konnagar: এই রানা ইন্দ্র আবার কোন্নগরের সিপিআইএম নেতা বাসুদেব ইন্দ্রের ছেলে। তাই খবর প্রকাশ্যে আসতেই ঘটনাকে নিয়ে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। খোঁচা দিয়েছেন কোন্নগর পুরসভার বর্তমান পুরপ্রধান স্বপন দাস।
কোন্নগর: মহিলার নিতম্বের ছবি তুলে গ্রেফতার সিপিএম নেতার ছেলে। তিনি আবার পেশায় ঝালমুড়ি বিক্রেতা। দীর্ঘদিন থেকেই কোন্নগরে ঝালমুড়ি বিক্রি করছেন তিনি। স্থানীয় বাসিন্দারা বলছেন, ঝালমুড়ি বিক্রির পাশাপাশি দীর্ঘদিন থেকেই এই ধরনের অশালীন কাজ করে আসছেন তিনি। মদ্যপ অবস্থাতেও থাকেন দীর্ঘ সময়। একাধিকবার নিষেধ করলেও শোনেনি। এলাকার ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের কাজ করতে একাধিকবার নিষেধ করা হলেও কোনও কথাই কানে তোলেনি রানা। বৃহস্পতিবার রাতে তাঁর দোকানে দুই বোন ঝালমুড়ি কিনতে আসে। অভিযোগ, সেই সময় লুকিয়ে একজনের নিতম্বের ছবি তোলেন রানা ইন্দ্র নামে ওই যুবক। হাতেনাতে ধরা পড়াতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে পুলিশের হাতে তুলে দেন। আটকে করে নিয়ে যায় কোন্নগর ফাঁড়ির পুলিশ।
প্রসঙ্গত, এই রানা ইন্দ্র আবার কোন্নগরের সিপিআইএম নেতা বাসুদেব ইন্দ্রের ছেলে। তাই খবর প্রকাশ্যে আসতেই ঘটনাকে নিয়ে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। খোঁচা দিয়েছেন কোন্নগর পুরসভার বর্তমান পুরপ্রধান স্বপন দাস। কটাক্ষের সুরে তিনি বলেন, “মহিলাদের অসম্মান করে সিপিএম।আবার মহিলাদের সম্মানের জন্য রাত জাগে মিছিল করে।”
অভিযোগকারী মহিলা জানাচ্ছেন, প্রায়শই তাঁরা মার্কেটে আসেন। ওই ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়িও খান। বৃহস্পতিবার রাতেও এসেছিলেন। তিনি বলছেন, “ওই সময় রানা একটু দূরে দাঁড়িয়ে ছিল। আমার দিদি আমাকে বলে ও আমার ছবি তুলছে। আমি প্রতিবাদ করতে রানা বলে মহিলাদের বিভিন্ন ছবি তুলতে নাকি তাঁর ভাল লাহে। আমি রানার ফোন নিতে গেলে আমার হাত ধরে টানাটানি করে। আমি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা এসে ওকে ধরে পুলিশে দেয়।”