Rishra: কী লুকাতে চাইছে পুলিশ? রিষড়া ঢুকতে না পেরে সুর চড়াল ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Rishra: প্রসঙ্গত, হাওড়া-রিষড়া কাণ্ডে (Howrah-Rishra) দিল্লি থেকে রাজ্যে এসেছেন ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউমান রাইটস ভায়োলেশনের’ সদস্যরা। কিন্তু, রিষড়া ঢোকার মুখে এদিন শ্রীরামপুরে তাঁদের পথ আটকায় পুলিশ।
রিষড়া: যাওয়া হল না রিষড়া (Rishra)। শ্রীরামপুর থেকে ফিরতে হলে ফ্যাক্ট ফাইন্ডিং দলের (Fact Finding Team) প্রতিনিধিদের। ঘণ্টাখানেক পুলিশের সঙ্গে দড়ি টানাটানির পর অবশেষে ফিরে গেলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। যাওয়ার আগে পুলিশের উপর ক্ষোভও উগরে দিয়ে গেলেন। বলে গেলেন, ভারতবর্ষের আইন সব মানুষকে দেশের যেকোনো জায়গায় যাওয়ার অধিকার দিয়েছে। আমরা ১৪৪ ধারা মেনে একজন একজন করে যেতে চেয়েছিলাম। কিন্তু, তাও আমাদের আটকানো হয়েছে। কী লুকাতে চাইছে পুলিশ ? আমরা সবিস্তারে রাজ্য ও কেন্দ্রকে জানাব।
টিমের অন্যতম সদস্য রাজপাল সিং বলেন, “আমরা রিষড়ায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলতাম। সেদিন পুলিশের কী ভূমিকা ছিল? মানুষের কতটা ক্ষতি হয়েছে? সে বিষয়ে তথ্য সংগ্রহ করতাম। সেই কাজে আমাদের বাধা দেওয়া হয়েছে। আমরা কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছি। সেখানে নিজেরা মিটিং করব। পরবর্তী পদক্ষেপ ঠিক হবে সেখানেই।” একই সঙ্গে তাঁর আরও অভিযোগ, আহত ব্যক্তির কোনও জবানবন্দি নেওয়া হয়নি। এমনকি FIR-ও হয়নি। আগামীকাল ফের তাদের সিপি চন্দননগরের সঙ্গে দেখা করার কথা ও শিবপুরের ঘটনাস্থলে যাবার কথা।
প্রসঙ্গত, হাওড়া-রিষড়া কাণ্ডে (Howrah-Rishra) দিল্লি থেকে রাজ্যে এসেছেন ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউমান রাইটস ভায়োলেশনের’ সদস্যরা। কিন্তু, রিষড়া ঢোকার মুখে এদিন শ্রীরামপুরে তাঁদের পথ আটকায় পুলিশ। শুরু হয় বচসা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১৪৪ ধারা জারি থাকায় কোনও প্রতিনিধি দলকেই এই মুহূর্তে রিষড়া যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। যে কারণে তাঁদের ফিরে যেতে বলা হয়েছে। যদিও প্রতিনিধি দলের সদস্যরা প্রশ্ন তোলেন, কেন তাঁদের যেতে দেওয়া হবে না? তাঁরা এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলে কিছু তথ্য সংগ্রহ করতে চান। এরপরে চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গেও তাঁরা কথা বলবেন বলে জানান। প্রসঙ্গত, রামনবমীর পর থেকে দফায় দফায় অশান্তির বাতাবরণ তৈরি হয় হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ায়। ছুটে যান রাজ্যপাল। মাঠে নামে পুলিশ।