আরামবাগ: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বেছে নিয়েছিলেন ঘাটালের জন্য। মমতার হাত ধরেই রাজনীতির আঙিনায় পা রেখেছেন দেব। দু’বারের সাংসদ ঘাটাল থেকে। কিন্তু আসন্ন লোকসভায় তিনি আর প্রার্থী হবেন কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল বিস্তর। ঘাটালের একাংশের মানুষের মধ্যেও সাংসদ দেবকে নিয়ে ক্ষোভ রয়েছে। তবে এই বিতর্ক কাটিয়ে এবার দেব নিজেই জানিয়ে দিলেন, তিনি লড়ে যাবেন। রাজনীতির ময়দানে। আজ আরামবাগে মমতার সফর-সঙ্গী সাংসদ দেব। আরামবাগে এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে দেব বললেন, ‘আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
ঘাটালের তৃণমূল সাংসদ দেব এদিন বলেন, ‘আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে। আমি রাজনীতিতে থেকে গেলাম, দিদির হাত ধরে।’ দেবের আরও দাবি, তিনি ঘাটালের মানুষের জন্যই আবার ফিরলেন। ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য লড়াই করার জন্যই তিনি আবার ঘাটালে ফিরলেন, সে কথাও জানালেন দেব। বললেন, ‘২০২৪ সালে আমি জিতব কি জিতব না, তা জানি না। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন রাজ্য সরকারের হাত ধরেই হয়।’
এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন, সংসদের বাজেট অধিবেশনের সময় লোকসভায় বক্তব্য রাখার সময়েও ঘাটাল মাস্টারপ্লানের প্রসঙ্গেই কথা বলেছিলেন দেব। সেদিনও তিনি দরবার করেছিলেন, যাতে এই ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর হয়। সে দিনও ‘দিদিকে’ ধন্যবাদ জানিয়ে দেবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘সংসদে আমার শেষ দিন’ বলে পোস্ট করেছিলেন দেব। তারপর থেকে বিতর্ক আরও বেড়েছিল। তবে এবার দেব নিজেই সেই যাবতীয় জল্পনা ও কানাঘুষোয় জল ঢেলে জানিয়ে দিলেন, তিনি রাজনীতির ময়দানে থেকে যাচ্ছেন।