Hooghly: মোবাইল চুরির অপরাধে গ্রেফতারির প্রতিশোধ! ফেসবুকে বন্ধু পাতিয়ে ‘খুন’, ছাত্রমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়ে

Hooghly: পরিবার প্রথম থেকেই খুনের অভিযোগ তুলছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে,  বুধবার সকালে মৌসমকে ডেকে নিয়ে যায় তার তিন বন্ধু।স্থানীয় পদ্ম পুকুরে ডিঙি নৌকা চেপে ঘোরে।

Hooghly: মোবাইল চুরির অপরাধে গ্রেফতারির প্রতিশোধ! ফেসবুকে বন্ধু পাতিয়ে 'খুন', ছাত্রমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়ে
এলাকায় চাঞ্চল্য Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2024 | 10:19 PM

হুগলি: মোবাইল চুরির অপরাধে গ্রেফতারির প্রতিশোধ! অভিযোগকারীকে ফেসবুকে বন্ধু বানিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পুকুরে ডুবিয়ে খুনের অভিযোগ। চণ্ডীতলায় ছাত্র মৃত্যুর ঘটনায় দানা বাঁধছে রহস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে নৌকা বিহারে বেরিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয় মৌসম বাঙাল নামে এক ছাত্রের। গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের হেড়িয়াদহ গ্রামে তাঁর বাড়ি। শিয়াখালা বেনিমাধব স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

পরিবার প্রথম থেকেই খুনের অভিযোগ তুলছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে,  বুধবার সকালে মৌসমকে ডেকে নিয়ে যায় তার তিন বন্ধু।স্থানীয় পদ্ম পুকুরে ডিঙি নৌকা চেপে ঘোরে। বেলা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় ফোন করেন বাড়ির লোক। ফোন বন্ধ ছিল মৌসমের। এরপর এক বন্ধুকে জিজ্ঞাসা করে জানতে পারেন সবুজ দ্বীপে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ওই জলাশয় থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।

মৃতের পরিবার জানিয়েছে, চার মাস আগে মৌসমের একটি মোবাইল চুরি হয়। সেই ঘটনায় অভিযোগ দায়ের হলে দুজনকে ধরে পুলিশ। পুলিশ সেই মোতাবেক ‘মোটিভ’  খুঁজে পায়। মৌসমের ফেসবুক ঘেঁটে পুলিশ জানতে পারে, চণ্ডীতলা খরসরাইয়ের বাসিন্দা প্রবীর সাউয়ের সঙ্গে সম্প্রতি ফেসবুকে বন্ধু হয়। তারপরেই এই ঘটনা। প্রবীরের বিরুদ্ধে আগেও অভিযোগ হয়েছে থানায়। পুলিশ মনে করছে, মোবাইল চুরির ঘটনার সঙ্গেই এই খুনের ‘মোটিভ’ জড়িয়ে রয়েছে। অভিযুক্ত তিনজনের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।