Hooghly Fire Broke out At Truck: শুনশান পেট্রোল পাম্পে ভৌতিক ভাবেই জ্বলে উঠল দাঁড়িয়ে থাকা ট্রাক! কারণ নিয়ে শিহরিত প্রত্যক্ষদর্শীরা
Hooghly Fire Broke out At Truck: ভয়ঙ্কর কাণ্ড গোঘাটের কুমারগঞ্জের বেলুন দিঘিরপাড় এলাকায়। ভয় আরও ছড়ায়, কারণ ট্রাকটি দাঁড়িয়ে ছিল পেট্রোল পাম্পেই।

হুগলি: কিছুক্ষণ আগেও তো ট্রাকটা রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন পথ চলতি সাধারণ মানুষ। তারপরই হঠ্ করে স্থানীয় এক দোকানির নজর পড়ে ট্রাকের পিছন থেকে ধোঁয়া বের হচ্ছে। যান্ত্রিক কোনও ক্রটি ভেবে প্রথমটায় বিশেষ আমল দেননি তিনি। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা ট্রাক। প্রত্যক্ষদর্শীদের মনে ততক্ষণে ভয় দানা বেঁধেছে। সেই ট্রাকের ভিতর কেউ নেই তো! পাশেই আবার পেট্রোল পাম্প। জলের খোঁজে ছুটোছুটি পড়ে যায় এলাকায়। ট্যাঙ্কারে তেল থাকায় ফুলেফেঁপে ওঠে আগুন। বুধবার রাতে ভয়ঙ্কর কাণ্ড গোঘাটের কুমারগঞ্জের বেলুন দিঘিরপাড় এলাকায়। ভয় আরও ছড়ায়, কারণ ট্রাকটি দাঁড়িয়েছিল পেট্রোল পাম্পের সামনেই।
ঠিক কী ঘটেছিল?
এক প্রত্যক্ষদর্শী বলছেন, কোনও তার পোড়া গন্ধ নাকে আসেনি। আচমকাই ধোঁয়া বের হতে শুরু করল, আর তারপর আগুন। ঠিক কী ঘটল বুঝে ওঠার আগেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে।
পেট্রোল পাম্পের সামনে ঘটনাটি ঘটায়, আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। ভয়ে এলাকা থেকে অনেকটাই দূরে সরে যান সকলে। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। গোঘাট থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের একটি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী ভাবে আগুন লাগল, সেটা এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, যান্ত্রিক কোনও গোলযোগেই আগুন লেগেছে। তবে তা দাঁড়িয়ে থাকা গাড়িতে কীভাবে সম্ভব? সেটাও প্রশ্ন। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। কারণ ট্রাকে তখন চালক ও খালাসি ছিলেন না।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “বড় কোনও বিপদ ঘটে যেতে পারত, সময়ে আগুন নিয়ন্ত্রণে না এলে। একটা দাঁড়িয়ে থাকা ট্রাকে কীভাবে আগুন লাগতে পারে, বোঝা যাচ্ছে না। তবে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম।”
