AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly Incident: বিদ্যুতের খুঁটিতে দীর্ঘক্ষণ ঝুলে রইলেন ব্যক্তি, কে নামাবেন, তা নিয়েই দীর্ঘক্ষণ ধন্দে দুই থানার পুলিশ

Hooghly Incident: স্থানীয়রা চণ্ডীতলা থানায় খবর দিলেও উদ্ধার কাজে আসেনি পুলিশ। ওই এলাকাটি চণ্ডীতলার থানার আওতায় নাকি হাওড়ার ডোমজুড় থানার অন্তর্ভুক্ত, তা নিয়েই চলে টানাপোড়েন।

Hooghly Incident: বিদ্যুতের খুঁটিতে দীর্ঘক্ষণ ঝুলে রইলেন ব্যক্তি, কে নামাবেন, তা নিয়েই দীর্ঘক্ষণ ধন্দে দুই থানার পুলিশ
বিদ্যুতের খুঁটিতে দীর্ঘক্ষণ ঝুলে রইল ব্যক্তি
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 9:51 AM
Share

হুগলি: দু’থানার টানাপোড়েনে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খুঁটিতে আটকে রইল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চণ্ডীতলার খানপুর শিবতলা এলাকায়। জানা গিয়েছে, চণ্ডীতলা থানার খানপুর এলাকায় কৃষি জমিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খুঁটির ওপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ তাঁকে প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রথমে স্থানীয়রাই তাঁকে নেমে আসতে বলেন। কিন্তু কাজ না হওয়ায় খবর যায় থানা ও দমকলে। সন্ধ্যা পর্যন্তও তাঁকে নামাতে পারেননি স্থানীয়রা। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তির মানসিক সমস্যা থাকতে পারে। তা না হলে কেন সে এত ওপরে উঠবে? এমনকি খাবারের প্রলোভন দেখিয়েও তাঁকে নীচে নামিয়ে আনা সম্ভব হয়নি।

স্থানীয়রা চণ্ডীতলা থানায় খবর দিলেও উদ্ধার কাজে আসেনি পুলিশ। ওই এলাকাটি চণ্ডীতলার থানার আওতায় নাকি হাওড়ার ডোমজুড় থানার অন্তর্ভুক্ত, তা নিয়েই চলে টানাপোড়েন। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরও কোনও থানা থেকেই পুলিশ আসেনি। পরে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছন দমকল বিভাগের কর্মীরা। রাত পর্যন্ত চলে চেষ্টা। অনেকটা রাতে ওই ব্যক্তিকে নামিয়ে আনা সম্ভব হয়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “সে কী কাণ্ড, কোথায় উঠে বসে ছিলেন ওই ব্যক্তি! অনেক বুঝিয়েও নামানো যায়নি। দেখে তো মনে হচ্ছিল মানসিক সমস্যা রয়েছে। তবে পুলিশ আসতে বড় দেরি করেছে। না হলে আরও আগে কাজ হয়ে যেত। কোন থানার পুলিশ আসবে, তা নিয়েই সমস্যা তৈরি হয়েছিল। ”

আরও পড়ুন: Burdwan School: পরীক্ষার আগের রাতেই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাত-পা-মাথা ‘ফাটালেন’ স্যর