Hooghly: বন্ধুর মায়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, মৃত যুবকের পরিজনদের থানায় ডাক পড়তেই উত্তেজনা পোলবায়
Hooghly: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত ১১ মার্চ অস্বাভাবিক মৃত্যু হয় হুগলির পোলবার মনিপুর গ্রামের বাসিন্দারা সুব্রত মালিকের। তারপর থেকেই আরও বাড়ে অশান্তি।

পোলবা: বন্ধুর মায়ের সঙ্গে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। অভিযোগ উঠেছিল এমনই। বিতর্কের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হয় এক যুবকের। এর জেরেই এবার মহিলার বাড়িতে ভাঙচুর, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল মৃত যুবকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত ১১ মার্চ অস্বাভাবিক মৃত্যু হয় হুগলির পোলবার মনিপুর গ্রামের বাসিন্দা সুব্রত মালিকের। যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পুকুর পাড়ে। তারপরেই প্রকাশ্যে আসে ওই যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁরই এক বন্ধুর মায়ের। যার জেরে দুই পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকত।
ওই মহিলার ভাসুরের অভিযোগ, তাঁদের ধানজমির বীজ তলা নষ্ট করে দিয়েছিল ওই যুবকের পরিবার। ঘটনার পর তিনি পুলিশের দ্বারস্থ হন, হাইকোর্টেরও দ্বারস্থ হন। এদিন পোলবা থানার এক সিভিক ভলান্টিয়ার ওই পরিবারের বাড়িতে থানায় দেখা করার সমন নিয়ে যান। তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে যুবকের পরিবার ও প্রতিবেশীরা।
মুহূর্তেই তাঁরা চড়াও হন ওই মহিলার বাড়িতে। চলে ভাঙচুর। লাগিয়ে দেওয়া হয় আগুন। পুড়ে ছাই হয়ে যায় একটি চার চাকা গাড়ি, একটি বাইক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলবা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয়। এখনও সেখানে চলছে পুলিশি টহল। তদন্তও শুরু হয়ে গিয়েছে।
