AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Woker Join TMC: দলে থেকে কাজ করতে না পেরে ফুলবদলে আবার তৃণমূলে যোগ বিজেপি কর্মীদের!

Arambag: বিধানসভা নির্বাচনের সময় দল বদল করে তৃণমূলে যোগদান করেছিলেন। এরপর রবিবার ফের আরামবাগ ব্লক তৃণমূল পার্টি অফিসে গিয়ে ঘাসফুল পতাকা হাতে তুলে নিলেন তাঁরা।

BJP Woker Join TMC: দলে থেকে কাজ করতে না পেরে ফুলবদলে আবার তৃণমূলে যোগ বিজেপি কর্মীদের!
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Jan 30, 2022 | 4:24 PM
Share

আরামবাগ: হাতে গোনা আর কিছুদিন। তারপরই পুরভোট। শাসক থেকে বিরোধী জোর চলেছে প্রস্তুতি। আর এবার পুর ভোটের আগে ব্যাপক ধাক্কা বিজেপি আরামবাগ শিবিরে। পুর প্রশাসক স্বপন নন্দী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরার নেতৃত্বে আরামবাগ শহরের ৪৩ টি বিজেপি পরিবার এক যোগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। রবিবার আরামবাগ ব্লক তৃণমূল পার্টি অফিসে গিয়ে ঘাসফুল পতাকা হাতে তুলে নিলেন তাঁরা।

বিধানসভা ভোটে আরামবাগে চার বিজেপি প্রার্থীই জয়লাভ করেছিলেন। এবার সেখানে বিজেপি বিধায়ক থাকা সত্ত্বেও যোগদান করলেন পুর প্রশাসক স্বপন নন্দী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরার হাত ধরে তৃণমূলে গেল ওই পরিবারগুলি। আগামী দিনে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করারও অঙ্গীকার করলেন।

কিন্তু কেন বিজেপি ছাড়লেন? দলবদলু একজন বিজেপি নেতা বলেন, “আমরা বিজেপিতে কোন কাজই করতে পারতাম না। এখানে সাম্প্রদায়িক ইস্যু ছাড়া আর কোন ইস্যু ছিল না। কোন মর্যাদা ছিল না। এখানের নীচু তলার কর্মীরা কাউকে যোগ্য সম্মান দিতে পারেন না। আমাদের মারধর করা হয়। দলের কোনও নীতি নেই। আমরা শুধু বসেই ছিলাম। কোনও কাজ দেওয়া হয় না। আমরা কাজ করতে চাই। একসময় তৃণমূলের উপর ক্ষোভ করে বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি এখানে থাকলে কোনও কাজ করা যাবে না। তাই পুর ভোটের আগেই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।”

পুর প্রশাসক স্বপন নন্দী বলেন, “আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়ন কে দেখে ও কাজ করার মানসিকতা থেকে ওনারা এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। ওনারা নিঃস্বার্থ ভাবে কাজ করতে চান। আসলে বিজেপি গোটা দেশকে বেচে দিচ্ছে। রেল থেকে সেল সব বিক্রয় হয়ে যাচ্ছে। একসময় যারা তৃণমূলে ছিলেন কিন্তু বিজেপিতে গেছেন তাঁরাও ফিরে এসেছেন নিজেদের ভুল বুঝে।”

আরও পড়ুন: Sukanta Majumder: ‘পেগাসাস ব্যবহার করে বিরোধী নেতাদের ফোনে আড়ি রাজ্যের’, বিস্ফোরক সুকান্ত