Rachana Banerjee: ‘যা হবে, হাসিমুখে মেনে নেব’, কতজন তাঁকে ভোট দিয়েছেন নিশ্চিত নন রচনা

Ashique Insan | Edited By: Soumya Saha

Jun 03, 2024 | 9:19 PM

Lok Sabha Election: গণনাকেন্দ্র পরিদর্শনের পর ছোট পর্দার দিদি নম্বর ওয়ান নিজের প্রচারের উপর ভরসা রেখেও বললেন, 'ভোটবাক্স কথা বলবে। আর কিছুটা ওপরওয়ালার হাতও আছে।' পাশাপাশি রচনা এও বললেন, 'যা হবে, আমি হাসি মুখে মেনে নেব। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।'

Rachana Banerjee: যা হবে, হাসিমুখে মেনে নেব, কতজন তাঁকে ভোট দিয়েছেন নিশ্চিত নন রচনা
রচনা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: রাজনীতি পা দিয়েই একেবারে লোকসভা ভোটের প্রার্থী। টানা প্রচার করেছেন হুগলির মাটিতে। এবার গণনার পালা। রাত পোহালেই ভোটগণনা। তার আগে সোমবার রাতে গণনাকেন্দ্র ঘুরে দেখলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। গণনাকেন্দ্র পরিদর্শনের পর ছোট পর্দার দিদি নম্বর ওয়ান নিজের প্রচারের উপর ভরসা রেখেও বললেন, ‘ভোটবাক্স কথা বলবে। আর কিছুটা ওপরওয়ালার হাতও আছে।’ পাশাপাশি রচনা এও বললেন, ‘যা হবে, আমি হাসি মুখে মেনে নেব। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।’

উল্লেখ্য, নির্বাচনী প্রচার পর্বে রচনার রোড শো’য়ে, সভায় প্রচুর মানুষকে ভিড় করতে দেখা গিয়েছে। তবে তাঁদের মধ্যে কত মানুষ রচনাকে ভোট দিয়েছেন, সেটা নিয়ে এখনও নিশ্চিত নন ছোট পর্দার দিদি নম্বর ওয়ান। তাঁর কথায়, ‘কাতারে কাতারে মানুষ ভিড় করেছিলেন। তাঁরা ভোটবাক্সে ভোট দিয়েছেন কি না, সেটা কাল বুঝতে পারব। এখনও বুঝতে পারছি না। তাঁরা ভালবাসেন বলে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তাঁদের মধ্যে কতজন তৃণমূল, কতজন বিজেপি, কতজন সিপিএম সেটা কেউ জানি না। ভোটবাক্সে কে কোন বোতাম টিপেছেন, সেটা কেউ জানি না।’

লোকসভা ভোটের প্রচার পর্বে রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিভিন্ন মিম ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে মাঝে মধ্যে বিরক্তিও প্রকাশ করতে দেখা গিয়েছিল রচনাকে। তবে আজ গণনাকেন্দ্র পরিদর্শন করে বেশ খোশ মেজাজেও দেখা গেল রচনাকে।

Next Article