Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: মার্চের ১ তারিখই রাজ্যে ভোট-সভা মোদীর, ২ তারিখ কৃষ্ণনগরে

Narendra Modi: আগেই জানা গিয়েছিল, ৬ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। সেখানে জনসভা করার কথা তাঁর। যেহেতু বারাসত থেকে বসিরহাট খুব দূরে নয়। তাই সন্দেশখালির আবহে তাঁর বারাসত সফরকে আলাদা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এমনও শোনা যাচ্ছে, এই সভায় সন্দেশখালির মহিলাদের সঙ্গে দেখা করারও সম্ভাবনা রয়েছে।

Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2024 | 5:20 PM

আরামবাগ: সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য। আর এরইমধ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে সম্ভবত আরামবাগেই তাঁর প্রথম সভা হতে চলেছে। হুগলির আরামবাগের হাত ধরেই এ রাজ্যে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সভা হওয়ার কথা বলে জানা যাচ্ছে। আগামী ১ মার্চ রাজ্যে আসার কথা নরেন্দ্র মোদীর। ২ মার্চও সভা করতে পারেন তিনি। নদিয়ার কৃষ্ণনগরে সেদিন সভা করতে পারেন তিনি। এরপর ৬ মার্চ বারাসতে।

আগেই জানা গিয়েছিল, ৬ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। যেহেতু বারাসত থেকে বসিরহাট খুব দূরে নয়। তাই সন্দেশখালির আবহে তাঁর বারাসত সফরকে আলাদা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরামবাগে লোকসভা ভোটের আগে একেবারে প্রথম সভা মোদীর। আরামবাগ লোকসভা আসনটি বিজেপি নিজেদের ভাল আসন বলেই মনে করে। গতবার মাত্র ১২০০ ভোটের ব্যবধানে আরামবাগ লোকসভা কেন্দ্র হাতছাড়া হয় বিজেপির। সেখান থেকেই এবার ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রীর।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এখনও অবধি যে সম্ভাবনা তাতে আগামী ১ মার্চ ও ২ মার্চ উনি আসতে পারেন। দু’টি জায়গায় সভা করতে পারেন তিনি। ৬ মার্চ বারাসতেও তিনি আসবেন। সন্দেশখালির মহিলাদেরও আমরা নিয়ে আসব। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাব। প্রধানমন্ত্রীর সভাতে ওনারা থাকবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন ওনারা। বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রীর কাছে আমরা ওনাদের কথা পৌঁছে দেব।”