Rachna Banerjee: ‘আমি বিজেপি-কে হারাতে আসিনি’, প্রচারে বেরিয়ে বললেন রচনা

Rachna Banerjee: এ দিন, রবিবাসরীয় প্রচারে বের বন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়ার বিভিন্ন গ্রামে শোভাযাত্রা সহকারে ভোট প্রচার করেন। ধামসা মাদল আদিবাসী রমনীদের নাচ আর ব্যান্ড পার্টি ছিল রচনার প্রচারে। তীব্র দাবদাহে জামনা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে চলে প্রচার।

Rachna Banerjee: 'আমি বিজেপি-কে হারাতে আসিনি', প্রচারে বেরিয়ে বললেন রচনা
রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2024 | 4:25 PM

হুগলি: মানুষের মন জয়ে এসেছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়। বিজেপিকে হারাতে হারাতে আসেননি তিনি। রবিবার পাণ্ডয়ায় প্রচারে বেরিয়ে এমনই বললেন তারকা প্রার্থী।

এ দিন, রবিবাসরীয় প্রচারে বের বন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়ার বিভিন্ন গ্রামে শোভাযাত্রা সহকারে ভোট প্রচার করেন। ধামসা মাদল আদিবাসী রমনীদের নাচ আর ব্যান্ড পার্টি ছিল রচনার প্রচারে। তীব্র দাবদাহে জামনা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে চলে প্রচার।

তবে রাস্তায় মানুষের উপস্থিত ছিল উল্লেখযোগ্য ভাবে কম। তৃণমূল প্রার্থীর যদিও উৎসাহে কোনও খামতি ছিল না। রচনা বলেন,”গরমে গরম হবে। শীতকালে ঠান্ডা হবে। মেনে নিতে হবে। এই গরমে মানুষের দাঁড়িয়ে থাকাটা অভাবনীয়। প্রচারে ভাল সারা পাচ্ছি।”

অপরদিকে, বিজেপির জেতা আসন হুগলি বিজেপিকে হারাতে পারবেন? এ প্রশ্নে রচনা বলেন, “আমি বিজেপিকে হারাতে আসিনি। মানুষ যাকে চাইবেন তার পাশে থাকবেন।”