AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুড়াপে মৃত্যু তিন মৃৎশিল্পীর

Gurap: তীব্রটা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই গাড়ির সামনের অংশ এক্কেবারে দুমুড়ে-মুচড়ে যায়। গুরুতরভাবে জখম হন গাড়িতে থাকা তিনজন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় গুড়াপ থানাতেও।

Road Accident: ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুড়াপে মৃত্যু তিন মৃৎশিল্পীর
শোকের ছায়া পরিবারে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 25, 2025 | 5:36 PM
Share

গুড়াপ: উৎসবের আবহে শোকের ছায়া। ১৯ নম্বর জাতীয় সড়কের হুগলির গুড়াপ থানার কানাজুলি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু তিন মৃৎশিল্পীর। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর নাগাদ। সূত্রের খবর, শনিবার ভোরে একটি ১০৭ গাড়ি করে তিনজন মৃৎশিল্পী আসানসোল ফিরছিলেন। যাচ্ছিলেন কলকাতার উদ্দেশ্যে। কানাজুলি এলাকাতেই গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই সামনে থাকা একটি চলন্ত গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। 

তীব্রটা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই গাড়ির সামনের অংশ এক্কেবারে দুমুড়ে-মুচড়ে যায়। গুরুতরভাবে জখম হন গাড়িতে থাকা তিনজন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় গুড়াপ থানাতেও। পুলিশ এসে আহতদের উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায়। কিন্তু আর শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করে দেন। 

মৃত্যু হয়েছে দিবাস মণ্ডল (৩০), কৌশিক মণ্ডল (২৮), নিমাই দাসের (৩৮)। সকলেই পেশায় মৃৎশিল্পী বলে জানা যাচ্ছে। এর মধ্যে দিবাসের বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। কৌশিকের বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায়। নিমাইয়ের বাড়ি কলকাতার রবীন্দ্র সরোবর থানা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোররাতে চোখে ঘুম লেগে যাওয়ার কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে মূল কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। কথা বলা হচ্ছে এলাকার বাসিন্দাদের সঙ্গে।