AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly News: সজোরে থাপ্পড়, তৃণমূল কর্মীর হাতে মার খেলেন ট্রাফিক পুলিশ

Serampore Traffic Police Thrashed: কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলেন তিনি। ভরা রাস্তায় তাঁকে ফেলে পেটায় ওই অভিযুক্ত তৃণমূল কর্মী। মারে চড়। এমনকি, সেখানে কর্তব্যরত এক ইন্সপেক্টরকেও ধাক্কা মেরে ফেলে দেয় সে। নিমেষে ছুটে আসে অন্যান্য পুলিশ কর্মীরা। উদ্ধার করা হয় আহত ট্রাফিক পুলিশকে। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শ্রীরামপুর থানা। মঙ্গলবারই তাঁকে গ্রেফতার করা হয়।

Hooghly News: সজোরে থাপ্পড়, তৃণমূল কর্মীর হাতে মার খেলেন ট্রাফিক পুলিশ
গ্রেফতার অভিযুক্তImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Oct 15, 2025 | 8:35 PM
Share

হুগলি: কখনও এগরা, কখনও বা হুগলি। রাজ্য়ের নানা জায়গায় হামলার মুখে পুলিশ। ঘটনা শ্রীরামপুরের বাঙ্গিহাটি এলাকার। মঙ্গলবার বিকালে সেখানে আক্রান্ত হলেন এক কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তাও আবার স্থানীয় এক তৃণমূল কর্মীর হাতে। ইতিমধ্য়েই ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বিতর্কের সূত্রপাত

এদিন বিকাল বেলা দিল্লি রোডে উঠতে গিয়ে এক টোটোকে আটকায় বাঙ্গিহাটি এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবল। তখনই নিজের পরিচিত এক তৃণমূল কর্মীকে ডাকেন ওই টোটো চালক। নাম শেখ রবিয়াল। তিনি সেখানে উপস্থিত হন। তারপরই জাতীয় সড়কে টোটো আটকানোকে কেন্দ্র করে তৈরি হয় তুলকালাম পরিস্থিতি। প্রথমে বচসা। তারপর ক্ষণিকের মধ্যেই মারমুখী হয়ে ওঠেন অভিযুক্ত তৃণমূল কর্মী রাবিয়াল।

কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলেন তিনি। ভরা রাস্তায় তাঁকে ফেলে পেটায় ওই অভিযুক্ত তৃণমূল কর্মী। মারে চড়। নিমেষে ছুটে আসে অন্যান্য পুলিশ কর্মীরা। উদ্ধার করা হয় আহত ট্রাফিক পুলিশকে। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শ্রীরামপুর থানা। মঙ্গলবারই তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার পেশ করা হয় শ্রীরামপুর আদালতে। আপাতত, অভিযুক্তকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

উল্লেখ্য, এই ঘটনায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার ডাক দিয়েছেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হরি মিশ্র। তিনি বলেন, ‘আজ শুনলাম আদালতে নিয়ে পেশ করা হয়েছে। মঙ্গলবারই আমরা এই ঘটনায় বিক্ষোভ দেখিয়েছি। ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না হয়, তা হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব।’ এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কোনও প্রতিক্রিয়া দিতে তাঁরা নারাজ।