Uttarpara: রুমের দরজা বন্ধ করে এসি চালিয়ে দেদার ঘুম রানুর, ওদিকে তখন বাড়ির ভিতরে যা হওয়ার হয়ে গেল

Uttarpara: জানা গিয়েছে, জিটি রোডের উপরের একটি আবাসনে দোতলায় থাকেন রানু মুখোপাধ্যায়। তিনি মেয়েকে সঙ্গে নিয়ে একটি ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে ছিলেন। সেই সময় আর একটি ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে চোর।

Uttarpara: রুমের দরজা বন্ধ করে এসি চালিয়ে দেদার ঘুম রানুর, ওদিকে তখন বাড়ির ভিতরে যা হওয়ার হয়ে গেল
এই বাড়িতেই যত কাণ্ড Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2024 | 1:34 PM

উত্তরপাড়া: দুপুরবেলা খাওয়া-দাওয়া সেরে শুয়েছিলেন মহিলা। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। গরমের মধ্যে হালকা এসিও চলছিল। কিন্তু সেই ফাঁকেই ঘটে গেল অঘটন। জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকল একদল চোর। নিয়ে গেল সব লুটপাট করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার ভদ্রকালী শিমূলতলা এলাকায়।

জানা গিয়েছে, জিটি রোডের উপরের একটি আবাসনে দোতলায় থাকেন রানু মুখোপাধ্যায়। তিনি মেয়েকে সঙ্গে নিয়ে একটি ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে ছিলেন। সেই সময় আর একটি ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে চোর। রানু দেবী ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ওই ঘরের দরজা খুলতে গেলে তা আটকে যায়। দেখেন ভিতর থেকে বন্ধ। এরপর কাঠের মিস্ত্রি ডেকে দরজা ভাঙেন তিনি। ভিতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। দেখেন আলমারির লকার ভাঙা, সবকিছু ছড়ানো ছিটানো। প্রায় লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে দাবি।

এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন বাসিন্দারা। আবাসনের বাসিন্দা অরূপ মুখোপাধ্যায় বলেন, “বাসিন্দারা যদি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে না পারেন, আতঙ্কের মধ্যে থাকে সেটা লজ্জার। উত্তরপাড়া থানার পুলিশ যেন যথাযথ ব্যবস্থা নেয়।” উল্লেখ্য, দু’দিন আগে উত্তরপাড়া জে কে স্ট্রিটে একাধিক দোকানের সামনের সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটে। অসৎ উদ্দেশ্যে রাস্তার সিসি ক্যামেরা চুরি করা হয়েছে বলে অভিযোগ।পুলিশ তার তদন্তও শুরু করেছে।