AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jangipara Assembly Election Result 2021 Live Update in Bengali: জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) হাড্ডাহাড্ডি লড়াই, লাইভ আপডেটস

হুগলি (Hooghly)- জেলার প্রতিটি বিধানসভারই আলাদা গুরুত্ব রয়েছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)- দুই শিবিরের কাছে। কোন দিকে জাঙ্গিপাড়া (Jangipara) কেন্দ্রের ফলাফল?

Jangipara Assembly Election Result 2021 Live Update in Bengali: জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) হাড্ডাহাড্ডি লড়াই, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: May 02, 2021 | 10:42 PM
Share

বাংলার ২৯৪ কেন্দ্রে ভোট পর্ব শেষ। এ বার ফলাফলের দিকে তাকিয়ে সকলে। পশ্চিমবঙ্গের (West Bengal) ভোট-যুদ্ধে এবার হুগলি (Hooghly)- জেলার প্রতিটি বিধানসভারই আলাদা গুরুত্ব রয়েছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)- দুই শিবিরের কাছে। এই জেলার বিধানসভা আসনগুলি হল হরিপাল, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ (তফসিলি জাতি), গোঘাট (তফসিলি জাতি), খানাকুল, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড় (তফসিলি জাতি), পান্ডুয়া, সপ্তগ্রাম, ধনেখালি (তফসিলি জাতি), উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপাদানি, চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়া (Jangipara)।

একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) জাঙ্গিপাড়ায় (Jangipara) তৃণমূল (TMC) এবারও প্রার্থী করেছে স্নেহাশিস চক্রবর্তীকে। সংশ্লিষ্ট আসনে বিজেপির তরফে লড়ছেন দেবজিৎ সরকার। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে প্রার্থী আইএসএফের শেখ মৈনুদ্দিন। কেমন ছিল এই কেন্দ্রের গতবারের ফলাফল?

এক নজরে দেখে নেওয়া যাক জঙ্গিপাড়ার আপডেট:

১৮৪৬১ জয়ী জাঙ্গিপাড়া তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী।

২০১৬ সালের বিধানসভা ভোটের ফলাফল:

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জাঙ্গিপাড়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী জয়ী হয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৯,৩২৪। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী পবিত্র সিং রায়। তিনি পান ৭৫,৭১৯টি ভোট। স্নেহাশিস চক্রবর্তী তাঁর সিপিএম প্রার্থী পবিত্র সিং রায়কে ২৩,৬০৫ ভোটে পরাজিত করেছিলেন সেবার। এখানে প্রাপ্ত ভোটের নিরিখে তৃতীয় হন বিজেপি প্রার্থী। পেয়েছিলেন ১৪ হাজার ভোট।

মোট ভোটার সংখ্যা:

২০১৬ সালের বিধানসভা ভোটে এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২,৩৪৩৫০। এর মধ্যে ভোটদান করেন ১,৯৫,৫৩৮ জন। পুরো ভোটগ্রহণের জন্য নির্মিত হয়েছিল ২৮২টি বুথ।

জাঙ্গিপাড়া বিধানসভায় প্রথম ভোট হয় ১৯৫৭ সালে। জয়ী হন কংগ্রেস প্রার্থী। তারপর হুগলির অন্যান্য বিধানসভার মতো এখানেও চলে সিপিএমের দাপট। টানা সাতটি বিধানসভা নির্বাচনে সিপিএম জয় পায়। তবে ২০১১ সালের বিধানসভা ভোটে প্রথমবার এই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী।

২০১৬ সালের বিধানসভা ভোটের পরিসংখ্যান:

বর্তমান বিধায়ক: স্নেহাশিস চক্রবর্তী প্রাপ্ত ভোট: ৯৯,৩২৪ মোট ভোটার: ২,৩৪,৩৫০ মোট ভোটদান: ৮৩.৪৪ শতাংশ প্রার্থী সংখ্যা: ৫