Arambagh Lok Sabha Constituency: প্রার্থী বদলে কি গড় ধরে রাখতে পারবে তৃণমূল? নাকি হবে হাওয়া বদল?

May 19, 2024 | 8:12 PM

Arambagh Lok Sabha Constituency: ২০১৪ সালের মতো ২০১৯ সালেও আরামবাগ কেন্দ্রে জেতেন অপরূপা পোদ্দার। উনিশের নির্বাচনে সিপিএমের জায়গায় তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে বিজেপি। ২ হাজারের কম ভোটে জেতেন অপরূপা। এবার প্রার্থী বদল করেছে তৃণমূল।

Arambagh Lok Sabha Constituency: প্রার্থী বদলে কি গড় ধরে রাখতে পারবে তৃণমূল? নাকি হবে হাওয়া বদল?
আরামবাগে কে জিতবেন? সোমবার, ২০ মে ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য

Follow Us

আরামবাগ: একসময় ছিল বামেদের গড়। এই লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জিতেছেন সিপিএম প্রার্থী অনিল বসু। সেই আরামবাগ লোকসভা কেন্দ্র ২০১৪ সাল থেকে তৃণমূলের দখলে। বামেদের পিছনে ফেলে উনিশের নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। দুই ফুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। একুশের নির্বাচনে এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে ৪টি জেতে বিজেপি। তিনটি আসন পায় তৃণমূল। রাজনীতির কারবারিরা বলছেন, চব্বিশের নির্বাচনে দুই ফুলের মধ্যে জোর টক্কর হতে চলেছে। ফল কী হবে, তা জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।

আরামবাগ লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল হরিপাল, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল, চন্দ্রকোনা। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৭,৬২,৯৯৫। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ৩০.৬ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ৩.৩ শতাংশ। সংখ্যালঘু ভোটার ১৬.৬ শতাংশ। গ্রামীণ ভোটার ৯২.৬ শতাংশ। শহুরে ভোটার ৭.৪ শতাংশ।

২০১৪ সালের নির্বাচনে সিপিএমকে ৩ লক্ষ ৪৬ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। উনিশের নির্বাচনে তৃণমূল প্রার্থী করেছিল অপরূপাকেই। সিপিএমের জায়গায় তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে বিজেপি। ২ হাজারের কম ভোটে জেতেন অপরূপা। এক লক্ষের সামান্য বেশি ভোট পায় সিপিএম।

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ হরিপাল ২০,৪৯৭ ৮৫,৭৩১ ৯৫,২৯৫
২০২১ হরিপাল প্রার্থী দেয়নি ৮৭,১৪৩ ১,১০,২১৫
২০১৯ তারকেশ্বর ১৫,৭৪৭ ৮৩,৭৫৩ ৮৮,০৯৬
২০২১ তারকেশ্বর ১৪,৫৯৫ ৮৯,২১৪ ৯৬,৬৯৮
২০১৯ পুরশুড়া ১০,৮৮৭ ১,০৭,৭৫৯ ৮১,৯১৭
২০২১ পুরশুড়া ৭,৮২৮ (কংগ্রেস) ১,১৯,৩৩৪ ৯১,১৫৬
২০১৯ আরামবাগ ১১,৬৪৩ ৮৯,৮৭৬ ৯৩,৮৮৩
২০২১ আরামবাগ ১৪,৯৬৫ ১,০৩,১০৮ ৯৫,৯৩৬
২০১৯ গোঘাট ১৪,৯৪৭ ৯৫,২৮৪ ৮৭,২১৭
২০২১ গোঘাট ১৪,৩৭৮(AIFB) ১,০২,২২৭ ৯৮,০৮০
২০১৯ খানাকুল ১১,৮৮৫ ৮২,১৮৩ ৯৬,৪০৫
২০২১ খানাকুল প্রার্থী দেয়নি ১,০৭,৪০৩ ৯৪,৫১৯
২০১৯ চন্দ্রকোনা ১৪,৮২৭ ১,০৩,১৬৯ ১,০৬,৮০০
২০২১ চন্দ্রকোনা প্রার্থী দেয়নি ১,১০,৫৬৫ ১,২১,৮৪৬

 

একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?

একুশের বিধানসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা আসনে জয়ী হয় বিজেপি। তৃণমূল পায় তিনটি আসন। হরিপালে জয়ী হন তৃণমূল প্রার্থী করবী মান্না। তারকেশ্বরে জেতেন তৃণমূলের রমেন্দু সিংহ রায়। পুরশুড়ায় ফোটে পদ্ম। জয়ী হন বিজেপির বিমান ঘোষ। আরামবাগও দখল করে বিজেপি। জয়ী হন পদ্মপ্রার্থী মধুসূদন বাগ। গোঘাটে জেতেন বিজেপির বিশ্বনাথ কারক। খানাকুলে জয়ী হন বিজেপির সুশান্ত ঘোষ। আর চন্দ্রকোনায় জেতেন তৃণমূলের অরূপ ধাড়া।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৪৪.৭ শতাংশ ভোট। তৃণমূল ৪৪.৮ শতাংশ এবং সিপিএম ৬.৯ শতাংশ ভোট পায়।
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৪৬.২ শতাংশ ভোট। তৃণমূল ৪৫.৫ শতাংশ এবং সিপিএম ১.৯ শতাংশ ভোট পায়।

চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?

হুগলি জেলা পরিষদের সদস্য মিতালি বাগকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরূপকান্তি দিগার। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র।

Next Article